ঢাকা: ভারত থেকে ৭৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। শনিবার (৯ ডিসেম্বর) আগের ৮০০ ডলারের এলসি করা ওই পেঁয়াজের ২৬টি ট্রাক দেশে পৌঁছায়।
এ দিকে রফতানি নিষেধাজ্ঞার খবরে জেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ আগের সপ্তাহের তুলনায় প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এতে করে বিপাকে পড়েছেন ক্রেতারা।
স্থলবন্দর সূত্রে জানা যায়, ভারতের আরও বেশ কিছু ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় আছে। আগামীকাল এসব পেঁয়াজ বন্দরে প্রবেশের কথা রয়েছে বলে জানিয়েছেন সোনামসজিদ স্থলবন্দরের শুল্ক স্টেশন।