পরিসংখ্যান ব্যবস্থা উন্নয়নে সহায়তা দেবে কোরিয়া
স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৩ ২০:১১
১০ ডিসেম্বর ২০২৩ ২০:১১
ঢাকা: পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়নে সহায়তা দেবে কোরিয়া। এ জন্য বাংলাদেশ সরকার ও কোরিয়ার মধ্যে একটি চুক্তি সই হয়েছে। ‘পরিসংখ্যান পরিষেবার সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের জন্য এ অর্থ ব্যয় করা হবে।
রোববার (১০ ডিসেম্বর) এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি হয় বলে ইআরডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পটি বাস্তবায়নের জন্য কইকা প্রায় ১০৬ কোটি ৬৩ লাখ টাকা অনুদান দেবে। চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং কোরিয়া প্রজাতন্ত্রের কান্ট্রি ডিরেক্টর তাইয়ং কিম।
এ সময় বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন উপস্থিত ছিলেন।
সারাবাংলা/জেজে/পিটিএম