Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোটের আসন সমঝোতায় আরও সময় নিল আ.লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৩ ০১:১৬

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোট শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির সমঝোতায় আরও সময় নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ফলে জোট হিসেবে নির্বাচনে অংশ নিলে শরিকদের কে কয়টি আসন পাবে, সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। জোট নেতারা জানিয়েছেন, আসন ভাগাভাগি চূড়ান্ত করতে আওয়ামী লীগ আরও দুয়েকদিন সময় চেয়েছে।

রোববার (১০ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলীয় জোটের বৈঠক ছিল। জোট শরিকদের প্রত্যাশা ছিল, এই বৈঠকেই আওয়ামী লীগ আসন সমঝোতা নিশ্চিত করবে। তবে বৈঠক শেষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইন জানান, সেই প্রত্যাশা পূরণ হয়নি।

বিজ্ঞাপন

হাসানুল হক ইনু বলেন, ১৪ দলের শরিক জোটের নেতারা জোটগতভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তারা আমাদের সব দলের তালিকা পেয়েছেন। সেটা নিয়ে তারা আংশিক আসনে বিবেচনা করছেন। আজ (রোবাবার) আওয়ামী লীগের পক্ষ থেকে আসন বণ্টন চূড়ান্ত করা হয়নি। তারা আরও দুয়েকদিন সময় চেয়েছে।

জাসদ সভাপতি আরও বলেন, ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমুর সভাপতিত্বে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আলোচনা করেছি। ১৪ দলীয় জোট একসঙ্গে নির্বাচন করবে। জোটের যারা প্রার্থী হবেন তারা নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।

১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদ সভাপতি ইনু এর আগে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন নিয়ে সমঝোতা চূড়ান্ত না হলেও জোট হিসেবে নির্বাচন করার বিষয়ে জোর দিচ্ছেন তিনি।

ইনু বলেন, জোটের প্রার্থীদের তালিকা এখনো চূড়ান্ত করতে পারেনি আওয়ামী লীগ। কোন দলের কে প্রার্থী হবেন, কোন আসন থেকে হবেন, সেই তালিকাটা এখনো চূড়ান্ত হয়নি। আওয়ামী লীগের সঙ্গে জোটগত আসনগুলো ছাড়া বাকি আসন উন্মুক্ত থাকবে। প্রতিটি দল তাদের প্রতীকে নির্বাচন করবে। সবকিছু চূড়ান্ত হলে জোটের প্রার্থীদের তালিকা আমরা দেশবাসীকে জানাতে পারব। তবে রাজনৈতিকভাবে ১৪ দল একসঙ্গে আছে, একসঙ্গে নির্বাচন করবে।

বিজ্ঞাপন

১৪ দলীয় জোটের বৈঠকে স্বতন্ত্র প্রার্থীদের নিয়েও আলোচনা হয়েছে। তবে সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানা গেছে বৈঠকে উপস্থিত একাধিক নেতার কাছ থেকে।

শরিক দলগুলো কে কত আসন চেয়েছে, সে প্রশ্ন করা হয় জোটের শরিক দল তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুর বশর মাইজভান্ডারির কাছে। তবে তিনি এ প্রশ্নের উত্তর দেননি। বলেন, ‘এটি জোটের সমন্বয়ক আমু ভাই বলতে পারবেন।’

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকেই আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল জোট হিসেবে নির্বাচন করে আসছে। এসব নির্বাচনে জোটের শরিক দলের শীর্ষ নেতাদের আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ টানা তিন মেয়াদে সরকার গঠন করলে মন্ত্রিসভাতেও ঠাঁই পেয়েছেন শরিক দলের নেতারা।

সারাবাংলা/এনআর/টিআর

১৪ দল ১৪ দলীয় জোট আসন ভাগাভাগি আসন সমঝোতা জাতীয়-নির্বাচন সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর