Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৩ ০৯:৫৮

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় অগ্রহায়ণের শেষেই শীত জেঁকে বসেছে। দ্রুত কমতে শুরু করেছে তাপমাত্রা। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। উত্তর থেকে আসা বাতাস শীতের মাত্রা বাড়িয়ে দিচ্ছে।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা রয়েছে ৯১ শতাংশ। গতকাল রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ার কারণে দুর্ভোগ বেড়েছে মানুষের। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে। বয়স্ক ও শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

কুয়াশার কারণে সড়কগুলোতে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

সারাবাংলা/এমও

চুয়াডাঙ্গা শীত সর্বনিম্ন তাপমাত্রা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর