Monday 10 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৮ ডিগ্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ১১:৪৪ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৩:০৮

সোমবার সকাল ৬টায় যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

যশোর: শীত কুয়াশায় বিপর্যস্ত যশোরের জনজীবন। সোমবার (১৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন যশোরে। তাপমাত্রার পারদ নেমেছে ১০ দশমিক ৮ ডিগ্রিতে। যদিও আজকের তুলনায় গতকাল রোববার আরও তাপমাত্রা আরও কম ছিল। রোববার (১২ জানুয়ারি) যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি।

চলতি মৌসুমে অবশ্য যশোরে এর চেয়েও কম তাপমাত্রা ছিল। ডিসেম্বর ও জানুয়ারিতে যশোরে অন্তত তিন দিন তাপমাত্রার পারদ নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াসে।

বিজ্ঞাপন

এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ যশোরে হলেও সকাল থেকে রোদ থাকায় শীতের এই তীব্রতা স্বাভাবিক অনুভত হচ্ছে মানুষের কাছে।

এদিকে সকাল থেকে সূর্য ওঠায় এবং কুয়াশা ও বাতাসের প্রভাব তেমন না থাকায় অপেক্ষাকৃত স্বাভাবিক রয়েছে জনজীবন।

ঢাকার আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল ৬টায় যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা আজ দেশের মধ্যে সর্বনিম্ন।

এ ছাড়া দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ারও সম্ভাববনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, শীত বা কুয়াশা যাই থাকুক না কেন, থেমে থাকছে না জনজীবন। শীত নিবারণে ভারী পোশাক পরে কর্মজীবী মানুষকে ঘর থেকে বের হতে হচ্ছে। শিশুরা যাচ্ছে স্কুলে। যদিও শীতজনিত রোগ বাড়ছে কোনো কোনো পরিবারে।

সারাবাংলা/ইআ

যশোর সর্বনিম্ন তাপমাত্রা

বিজ্ঞাপন

মেলার ১০ম দিনে নতুন বই এসেছে ৮৪টি
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর