Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ১০৭ জন

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৩ ১৭:৫২

ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নসংক্রান্ত আপিল শুনানির দ্বিতীয় দিন পর্যন্ত ১০৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। দুই দিনে ২০০ জন প্রার্থীর আপিল শুনানি হয়। এর মধ্যে প্রথম দিন ৫৬ জন এবং দ্বিতীয় দিন ৫১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শুরু হয়। আপিল শুনানিতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ সময় অন্য চার কমিশনারসহ ইসি সচিব উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ইসি সূত্র জানায়, আপিল শুনানির প্রথম দিনে ১০০ জন প্রার্থীর শুনানি হওয়ার কথা ছিল। এর মধ্যে ছয় জন অনুপস্থিত ছিলেন। ফলে ৯৪ জন প্রার্থীর শুনানি হয়। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৬ জন প্রার্থী। ওই দিন ৩২ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করে ইসি। আর ছয় জন প্রার্থীর বিষয়ে আদেশ পরে দেওয়া হবে বলে জানায় ইসি। অন্যদিকে, শুনানির দ্বিতীয় দিনেও শুনানি হয়েছে ১০০ প্রার্থীর। এর মধ্যে ৫১ জনের আপিল মঞ্জুর হয়েছে। নামঞ্জুর হয়েছে ৪১ জনের। বাকি আট জনের সিদ্ধান্ত অপেক্ষমাণ রয়েছে।

ইসি সূত্রে আরও জানা যায়, আপিলের রায়ে সন্তুষ্ট না হলে প্রার্থীর উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।

জানা গেছে, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল আবেদনের শুনানি প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ১২ ডিসেম্বর ২০১ থেকে ৩০০ নম্বর আপিল, ১৩ ডিসেম্বর ৩০১ থেকে ৪০০ নম্বর আপিল, ১৪ ডিসেম্বর ৪০১ থেকে ৫০০ নম্বর আপিল এবং ১৫ ডিসেম্বর ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এর আগে, রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা শেষ হয়েছে শনিবার (৯ ডিসেম্বর)। গত ৫ ডিসেম্বর আপিল আবেদন শুরু হওয়ার পর থেকে ৫৬১টি আপিল জমা পড়ে। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।

উল্লেখ্য, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে হিসাবে গত ৩০ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ওই দিন পর্যন্ত দুই হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পরে ৪ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা যাচাই-বাছাই শেষ হয়। এতে ১ হাজার ৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীদের আপিল আবেদন শুরু হয়ে চলে ৯ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দেবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি ।

সারাবাংলা/জিএস/পিটিএম

আপিল শুনানি প্রার্থিতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর