Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৈশ প্রহরীকে হত্যা করে সোনা লুট: ৪৮ ঘণ্টায় ৭ ডাকাত গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৩ ১৯:৫২

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাটে নৈশপ্রহরীকে হত্যা করে দুটি সোনার দোকান লুটের ঘটনায় সাত ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুন্ঠিত ৬০ ভরি স্বর্ণ, ১৬০ ভরি রূপা এবং সোনা বিক্রির ৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ, একটি গ্যাস সিলিন্ডার ও একটি পাইপ।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এ তথ্য জানান। এর আগে ৮ ডিসেম্বর ভোর রাতের দিকে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের চাপরাশিরহাট পশ্চিম বাজারের মা-মনি জুয়েলার্স ও নুর জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে। তবে লুট হওয়া সোনার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। তবে পুলিশের ভাষ্য দুটি দোকান থেকে ৭২ ভরি সোনা লুট করেছে ডাকাত দল।

গ্রেফতারকৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামের মৃত শহীদুল্লার ছেলে মো. নোমান (৩৫), একই জেলার কমলনগর থানার চর মার্টিন ইউনিয়নের পশ্চিম চর মার্টিন গ্রামের মোরশেদ আলমের বাড়ির মো. মোরশেদ আলমের ছেলে মো. সুজন হোসেন (২৭), কমলনগর থানার হাজিরহাট ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ছৈয়াল বাড়ির সুভাষ চন্দ্র সরকারের ছেলে কৃষ্ণ কমল সরকার (৩২), নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদোনা ইউনিয়নের জগজীবনপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মো. শাহাদাত হোসেন (৩২), একই উপজেলার বজরা ইউনিয়নের মুসলিম গ্রামের হাজি বাড়ির মো. সোলেমানের ছেলে মো. সাদ্দাম হোসেন জিতু (৩০), বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার মুন্সি বাড়ির মৃত অলি উল্যার ছেলে সালাউদ্দিন (৩২), কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জৈনদপুর গ্রামের মোশারফ বিএসসির বাড়ির মৃত মো. শহীদুল্লার ছেলে মো. মিজানুর রহমান রনি (৩৬)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গত শুক্রবার ভোর ৪টার দিকে ১০-১৫ জনের একটি ডাকাত দল চাপরাশিরহাট পশ্চিম বাজারে ঢুকে অস্ত্রের মুখে নৈশ প্রহরীসহ অন্যান্য চলাচলকারী লোকজনকে জিম্মি করে। এরপর প্রায় দুই ঘণ্টা ধরে দুই দোকান লুট করে। এতে বাধা দিলে নৈশ প্রহরী শহীদুল্লাহর মাথায় আঘাত করে ডাকাতরা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। হত্যা ও ডাকাতির ঘটনায় কবিরহাট থানায় ভুক্তভোগী ব্যবসায়ী শুক্রবার রাতে পেনাল কোড ৩৯৬ ধারায় একটি মামলা করেন।

তিনি আরও বলেন, ডাকাতদের বহনকারী পিকআপ ভ্যানের চালক নোমান লক্ষ্মীপুর জেলার কমলনগর থানা এলাকায় লুন্ঠিত মালামাল বিক্রির চেষ্টা করছেন- এখন খবর পেয়ে পুলিশ নোমানের অবস্থান নিশ্চিত হয়। পরে রোববার (১০ ডিসেম্বের) কমলনগর থানার মুন্সিরহাট এলাকা থেকে নোমানকে গ্রেফতার করে পুলিশ। তার ভাষ্যমতে, তারা ডাকাতির স্বর্ণ পরিচিত সোনা ব্যবসায়ী মো. সুজনের কাছে বিক্রি করার জন্য দেন।

পরে সুজনকে তার বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সুজন লুণ্ঠিত মালামাল নেওয়ার এবং বিক্রিতে সহযোগিতা করার কথা স্বীকার করেন। সুজন জানান, লুণ্ঠিত স্বর্ণ কমলনগর থানার চর লরেন্স বাজারের স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ কমলের কাছে বিক্রি করা হয়। এসময় তার হেফাজত থেকে ৬০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয় এবং ১৬০ ভরি রুপা সুজনের থেকে উদ্ধার করা হয়। মূলত এ ডাকাতির মূল পরিকল্পনাকারী মো. শাহাদাত।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর