Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালার খসড়ায় নীতিগত অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৩ ২০:১৪

ঢাকা: জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা-২০২৩ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘মন্ত্রিসভায় জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা-২০২৩ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবা বাংলাদেশে খুবই ভালো একটি ক্ষেত্র। ইতোমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবায় আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে, বিভিন্ন প্রয়োজনে স্বেচ্ছাসেবা করে। স্বেচ্ছাসেবা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ভালোভাবে কাজ করছে। তাদের কাজকে সহযোগিতা করার জন্য, তাদের কীভাবে আরও উৎসাহিত করা যায় সেগুলো নিশ্চিত করার জন্য এই নীতিমালা করা হয়েছে।’

‘স্বেচ্ছাসেবীদের বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হবে। তাদের প্রশিক্ষণের কথা বলা হয়েছে। তাদের ছবিসহ আইডি কার্ড থাকবে। তাদের সুরক্ষা দিতে হবে। কাজ করতে গিয়ে তারা যদি আইনগত কোনো সমস্যায় পড়েন সেখানেও তাকে সহযোগিতা করা হবে। এই বিষয়গুলো দেখভাল করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর নেতৃত্বে একটি কাউন্সিল গঠিত হবে’- যোগ করেন তিনি।

সচিব আরও বলেন, ‘সারা বিশ্বে স্বেচ্ছাসেবকদের চাহিদা আছে। বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা যাতে বিভিন্ন দেশে কাজ করতে পারে সেজন্য তাদের প্রশিক্ষিত করা হবে। শিক্ষার্থীরা যাতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারে তাদের উৎসাহিত করার কথা বলা হয়েছে নীতিমালায়। স্কাউট, বিএনসিসি, গার্লস গাইডের মাধ্যমে যেসব কাজ করে সেগুলোকে স্বীকৃতি দিতে বলা হয়েছে। যারা ভালো কাজ করবে তাদের জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

খসড়া অনুমোদন জাতীয় স্বেচ্ছাসেবক নীতিমালা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর