Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপি ফারুকের ভবনের ম্যানহোল থেকে মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৩ ১২:৪৫

রাজশাহী: রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকাধীন থিম ওমর প্লাজার ম্যানহোল থেকে অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় নিশ্চিত করতে না পারলেও তার বয়স আনুমানিক ৩৫ বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর থিম ওমর প্লাজার পেছনে ম্যানহোল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহটি কয়েকদিন আগে হত্যা করে এখানে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা পুলিশের।

বিজ্ঞাপন

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, সকাল থেকে এই এলাকায় তীব্র একটি গন্ধ ছড়িয়ে পড়ে। গন্ধের অনুসন্ধান করতে গিয়ে থিম ওমর প্লাজার ম্যানহোলে মরদেহ পাওয়া যায়। মরদেহটি অর্ধগলিত ছিল। চেহারাতেও কিছু বোঝা যাচ্ছে না। পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও গায়ে সাদা রঙের পাঞ্জাবি পায়ে জুতা ছিল।

তিনি বলেন, মরদেহটির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। কয়েকদিন আগে তাকে হত্যা করে ম্যানহোলে ফেলে গেছে। মরদেহটির পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ও পিবিআইয়ের সদস্যরা উপস্থিত আছেন। এখান থেকে মরদেহ রাজশাহী মেডিকেলের ফরেনসিক বিভাগে পাঠানো হবে।

উল্লেখ্য, থিম ওমর প্লাজার মালিক রাজশাহী-১ আসনের ওমর ফারুক চৌধুরী। এই ভবনটি ১২ তলা বিশিষ্ট। আটতলা পর্যন্ত শপিং মল। বাকি চারতলা আবাসিক।

সারাবাংলা/এমই/এনএস

ওমর ফারুক চৌধুরী থিম ওমর প্লাজা মরদেহ উদ্ধার রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর