Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রানা দাশগুপ্তের সঙ্গে নওফেলের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৩ ২০:৫০

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সাক্ষাতে তরুণ জনপ্রতিনিধি হিসেবে নওফেলকে সবসময় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন রানা দাশগুপ্ত। অন্যদিকে নওফেল শান্তি ও সম্প্রীতির চট্টগ্রাম গড়তে প্রবীণ এ সংগঠকের সহযোগিতা চেয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় মহিবুল হাসান চৌধুরী নওফেল নগরীর দেওয়ানজি পুকুর পাড়ে রানা দাশগুপ্তের বাসায় যান। এসময় দু’জন আধাঘণ্টারও বেশিসময় একান্তে আলাপ করেন।

এরপর রানা দাশগুপ্ত সাংবাদিকদের বলেন, ‘মহিবুল হাসান চৌধুরী নওফেল একজন অসাম্প্রদায়িক রাজনীতিক, মেধাবী-তরুণ সংসদ সদস্য। তিনি সবসময় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সোচ্চার। নওফেলের ভূমিকা এদেশের ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের মধ্যে আশার সঞ্চার করে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভবিষ্যতেও তিনি সোচ্চার থাকবেন, এ প্রত্যাশা আমাদের আছে। এ আসনের জনগণ গতবারের মতো এবারও তাদের জনপ্রতিনিধি নির্বাচনে ভুল করবে না বলে আমার বিশ্বাস।’

মহিবুল হাসান চৌধুরী নওফেল সারাবাংলাকে বলেন, ‘অ্যাডভোকেট রানা দাশগুপ্ত মহোদয় আমার আসনের একজন সম্মানিত বাসিন্দা। উনার সঙ্গে আমাদের সম্পর্কটা পারিবারিক। আমার আব্বা মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে উনি দীর্ঘসময় বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। দলমত নির্বিশেষে উনার একটা গ্রহণযোগ্যতা আছে।’

‘সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে-পরে বিভিন্নসময় বিভিন্ন পরামর্শের জন্য আমি উনার কাছে ছুটে এসেছি। এবারও যখন আমাদের সভানেত্রী শেখ হাসিনা আমাকে আবারও মনোনয়ন দিয়েছেন, আমি উনার সহযোগিতা চাওয়ার জন্য এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশকে এগিয়ে নেয়া এবং শান্তি ও সম্প্রীতির চট্টগ্রাম গড়তে আমরা একযোগে কাজ করবো।’

বিজ্ঞাপন

প্রয়াত রাজনীতিক এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল ২০১৮ সালে চট্টগ্রাম-৯ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। মন্ত্রীসভায় তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।

সারাবাংলা/আইসি/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর