Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেন দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ১ লাখ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৭

গাজীপুর: ট্রেন দুর্ঘটনায় নিহতের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলার শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের বনখড়িয়া এলাকায় ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’র ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কামরুল আহসান বলেন, নিহতের পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া যারা আহত হয়েছেন তাদের কেউ যদি ক্ষতিপূরণ দাবি করে তাহলে রেলওয়ের পক্ষ থেকে অনুদান দেওয়া হবে।

এর আগে, বুধবার ভোরে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে এক যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা।

সারাবাংলা/টিকে/এনএস

গাজীপুর টপ নিউজ ট্রেন দুর্ঘটনা

বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ
৭ এপ্রিল ২০২৫ ০৮:২৭

আরো

সম্পর্কিত খবর