রাতে ১০ লাখ টাকা চাঁদা দাবি, সকালে বস্তাবন্দি লাশ
১৪ ডিসেম্বর ২০২৩ ১৩:৫৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বস্তাবন্দি ১৩ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণ পর ১০ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে শিশুটিকে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে ইপিজেড থানার বন্দরটিলার আয়েশার মার গলির হামিদ আলী সুকানীর বাড়ী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ওই শিশুর নাম মো. আবদুল্লাহ (১৩)।
ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. জামান উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ এসে বস্তাবন্দি ওই শিশুটির লাশ উদ্ধার করেছে। গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে সে খেলতে গিয়ে নিখোঁজ হয় বলে তার পরিবার আমাদের জানিয়েছে।’
‘এরপর তাদের কাছে কল দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। শিশুটির বাবা প্যাসিফিক জিন্স নামক একটি গার্মেন্টসে কাজ করে। আজ বৃহস্পতিবার সকালে কে বা কারা শিশুটির বস্তাবন্দি লাশ দুই ভবনের মাঝখানে ফেলে চলে যায়। লাশের সুরতাহাল চলছে।’
সারাবাংলা/আইসি/এনএস