Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে বাসচাপায় সিএনজি চালকসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৩ ২০:৪৫

ময়মনসিংহ: ত্রিশালে বাসচাপায় সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও দুইজন। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল কবি নজরুল অডিটোরিয়ামের পাশের মাছের আড়তের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ত্রিশালের হরিরামপুরের মোফাজ্জল হোসেন (২৮) ও সিএনজিচালক হাবিবুর রহমান (৩৫) ও একই এলাকার নাইম মিয়ার স্ত্রী পপি আক্তার।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাস ত্রিশালগামী একটি সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির চালকসহ ৫ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে সিএনজিচালক হাবিবুর রহমান, মোফাজ্জাল হোসেন ও পপি আক্তার মারা যান। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।

ত্রিশাল থানা উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ শ্যামলী বাংলা পরিবহনের বাসটি জব্দ করেছে। তবে এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এমও

বাসচাপা ময়মনসিংহ সিএনজি চালক

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর