Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুনের পরশমণি ছুঁয়ে বোধনের বিজয় স্মরণ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৩ ২২:২৯

চট্টগ্রাম ব্যুরো: প্রদীপ প্রজ্বালন, গান, কবিতা ও কথামালায় বিজয় দিবসের আয়োজনের সূচনা করেছে বোধন আবৃত্তি পরিষদ। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এসব আয়োজন থেকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়গাঁথা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

নগরীর চেরাগি চত্বরে প্রদীপ প্রজ্বলনে ‘আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের চেতনা’ শীর্ষক আয়োজন শুরু হয়। কথামালায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা শেখ মুহাম্মদ ইসহাক। বোধন আবৃত্তি পরিষদের সভাপতি আব্দুল হালিম দোভাষের সভাপতিত্বে সহ- সভাপতি নারায়ণ প্রসাদ বিশ্বাসও আলোচনায় অংশ নেন।

বিজ্ঞাপন

আমন্ত্রিত শিল্পীদের মধ্যে আবৃত্তি করেন- তারুণ্যের উচ্ছাসের জুয়েনা আফসানা, দৃষ্টি চট্টগ্রাম’র বনকুসুম বড়ুয়া, প্রমিতি সাংস্কৃতিক একাডেমির মৃন্ময়ী দাশ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ’র অ্যানি চৌধুরী, বৈখরি আবৃত্তি আলয়’র অনির্বাণ পাল, প্রহর’র অনন্যা দাশ এবং একুশ মানবিকতা ও আবৃত্তিচর্চা কেন্দ্রের জয় চন্দ্র বিশ্বাস। স্বরচিত ছড়া পাঠ করেন আ ফ ম মোদাচ্ছের আলি। বোধন থেকে একক আবৃত্তি করেন- অরিত্রিকা চৌধুরী, শুদ্ধতা সেন, অপরাজিতা ঘোষ, স্বীকৃতি তালুকদার, প্রত্যুষ বৈদ্য, সুদীপা সাহা, সমৃদ্ধি দাশ, অনিন্দ বড়ুয়া, রঙ্গম পালিত, সামাইলা বিনতে মিনহাজ, প্রকৃতি ধর, সত্যজিৎ ভৌমিক, প্রান্ত দাশ, দেবজ্যোতি ভট্টাচার্য, তাওসিফ আরহাম, অনুরাগ সরকার, জয়িষ্ণু মজুমদার, অনুসূয়া দাশ, সাদিয়া সালমা, রোদসী মেহেরীমা, আরিসা আফসান, অস্মিতা বড়ুয়া দিঘী, স্বপ্নীল দাশ রিয়ান, শ্রেয়াস শাশ্বত পাল, শুভশ্রী মেধা, আনমোল চৌধুরী, মাহাদী মাহবুব, আরাত্রিকা ঘোষ, শ্রীজয় চক্রবর্তী, ঐশ্বর্য বড়ুয়া, সায়ন্তী পাল, কৈলাস দে, শ্লোক সেন, প্রথা দেব, সুদীপ্ত বড়ুয়া,জন্মেজয় ভট্টাচার্য, প্রাপ্য দাশ বর্ণ, সপ্তর্ষি সেন, শ্রীজিতা বিশ্বাস।

বিজ্ঞাপন

আবৃত্তিশিল্পী হাবিবুর রহমান, পাতা দে বৃষ্টি, দীপা রুদ্র,প্রিয়ন্তী বড়ুয়া, স্মরণ ধর,অন্বেষা বণিক,পূর্বা বড়ুয়া,শাহীন সুলতানা,রুমকি চৌধুরী, অর্পিতা চৌধুরী, বিপাশা দত্ত,মেহরাব হাছান,অর্পন চক্রবর্তী, অর্চি দত্ত,উর্মি চৌধুরী, শতাব্দী ভৌমিক কবিতায় অংশ নেন।

নৃত্যে অংশ নেন প্রীতিলতা সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা। ‘বিষয়টি অরাজনৈতিক’-পথনাটক পরিবেশন করে কথক থিয়েটার।

বোধনেরর বৃন্দ ছিল ‘সম্প্রীতির বাংলাদেশ’ এবং ‘শোনো মুজিবুর’। এছাড়া উদীচী চট্টগ্রাম জেলা সংসদ গণসঙ্গীত পরিবেশন করে।

এদিকে বোধনের আরেক অংশ নগরীর জামালখান চত্বরে অনুষ্ঠানের আয়োজন করে। ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূণ্য করো দহন-দানে….’ শিল্পীদের সমবেত গান ও প্রদীপের আলোয় শুরু হয় অনুষ্ঠান।

বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক এস এম আবদুল আজিজের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীলের সঞ্চালনায় কথামালায় অংশ নেন কবি ও সাংবাদিক কামরুল হাসাস বাদল, অধ্যাপক ইদ্রিস আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক হোসাইন কবির, অধ্যাপক শুক্লা ইফতেখার, চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত, বোধনের সহ-সভাপতি সুবর্ণা চৌধুরী।

বোধনের আবৃত্তিশিল্পীদের পরিবেশনায় বৃন্দ আবৃত্তি ‘মিছিলের রাজপথ’ ও ‘দেশকে ভালবাসো’ পরিবেশিত হয়। অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশনায় ছিলেন কংকন দাশ, জসীম উদ্দিন, সুচয়ন সেনগুপ্ত, ডেইজি চৌধুরী, লিমা চৌধুরী, দীপাশ্রী তালুকদার, সৌম্যজিৎ মিত্র, অংশু গুপ্ত, প্রজ্ঞা আচার্য, অন্তর্লীনা কর, বিদ্যা বড়ুয়া, অন্বেষা দাশ, অরিত্রা, প্রেক্ষা দাশ, প্রত্যুষ দাশ, শ্রাবণী ভৌমিক, অনুদ্বীপ নাথ, ফাতেমা তুজ জোহরা, একান্ত পাল, রাজস্বী চৌধুরী।

জাগরণের গান পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী ও সৃজামি সাংস্কৃতিক অঙ্গন।

সারাবাংলা/আরডি/একে

আগুনের পরশমণি চট্টগ্রাম বিজয় দিবস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর