Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ ইসলামী ব্যাংককে সতর্কতামূলক চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপেন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৩ ১৭:১৫

ঢাকা: পাঁচটি ইসলামী ব্যাংককে সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল ব্যাংকগুলোকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঁচটি ব্যাংক হলো— ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।

মো. মেজবাউল জানান, ব্যাংকগুলোকে সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছে, তবে এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তিনি বলেন, এটা সতর্কবাণী, সিদ্ধান্ত না।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, চলতি হিসাবের স্থিতি ঋণাত্মক থাকায় ব্যাংকগুলোকে ২০ দিনের মধ্যে অর্থ সমন্বয় কর‌তে চিঠি দেওয়া হয়েছে। আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে সমন্বয় না করলে আইন অনুযায়ী আর্থিক লেনদেন সেবা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে নিয়ন্ত্রণ সংস্থা।

এর আগে গত শুক্রবার বেশ কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে, চলতি হিসাবের ঘাটতির কারণে এই পাঁচটি ব্যাংকের লেনদেন পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যে কয়েকটি ব্যাংক দাবি করেছে যে, প্রতিবেদনগুলো সত্য নয়। পাঁচটি ইসলামী ব্যাংকের সঙ্গে জড়িত ইস্যুটি পরিষ্কার করতে বাংলাদেশ ব্যাংক আজ জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে। এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বেসরকারি খাতের সর্বোচ্চ আমানতদারী ব্যাংক।

মেজবাউল হক বলেন, দীর্ঘদিন ধরে এসব ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের চলতি হিসাবের অবস্থা নেতিবাচক। বারবার বিষয়টি জানানোর পরও ব্যাংকগুলো উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়নি। ফলে কেন্দ্রীয় ব্যাংক চলতি হিসাবের ঋণাত্মক ব্যালেন্স সামঞ্জস্য করার জন্য ২০ দিনের সময় নির্ধারণ করেছে।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর