Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভোটারদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৩ ১৮:৪৩

নরসিংদী: সব জায়গায় নির্বাচনের পরিবেশ খুব ভালো বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাসায় যেতে পারেন, শান্তি মতো থাকতে পারেন সেজন্য যতরকম ব্যবস্থা নেওয়া দরকার সেটি আমরা করছি।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানান। রিটার্নিং অফিসার, সহকারী অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ‘ভোট সবসময় উত্তেজনার বিষয় হলেও সেটি আনন্দের। এখন যে অস্থিরতা সেটি আনন্দের, দুর্ভাবনার নয়। খুব শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তিনি সংসদে গিয়ে শপথ নেবেন। আপনারা জানেন, সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি নীতিগতভাবে অনুমোদন দিয়েও দিয়েছেন। রিটার্নিং অফিসার যখন মনে করবেন তখনই সেনাবাহিনী আসবে।’

সারাবাংলা/পিটিএম

ইসি মো. আলমগীর টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর