Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুরে নির্বাচন থেকে সরে দাড়াঁলেন ৫ প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৩ ১৯:১৫

মেহেরপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দু’টি আসন থেকে সরে দাঁড়িয়েছেন পাঁচ প্রার্থী। এদের মধ্যে মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামানও রয়েছেন।

রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারহারের শেষ দিনে মেহেরপুর জেলা রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা জেলা প্রশাসক শামীম হাসানের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে মেহেরপুর-১ আসনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা রইল ছয় এবং মেহেরপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাত প্রার্থী।

বিজ্ঞাপন

মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন- মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে জাকের পার্টি প্রার্থী সাইদুল আলম শাহীন, মেহেরপুর-২ (গাংনী) আসনে সামসুদ্দোহা সোহেল, স্বতন্ত্র প্রার্থী গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল ও বাংলাদেশের ওয়াকার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহমেদ বকুল।

মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি বলেন, ‘দলীয় নেত্রীর উপর সম্মান রেখে মনোনয়নপত্র প্রত্যাহর করেছি। এখন দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব। তবে দলীয় নেত্রী বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করতে। আমি সেই কাজটিই করব। এখানে দলীয় ও স্বতন্ত্র বলে কোনো কথা নেই।’

সারাবাংলা/পিটিএম

নির্বাচন মনোনয়ন প্রত্যাহার মেহেরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর