Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ার্নের রেকর্ড ভাঙতে পারেন লায়ন: কামিন্স

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৩ ১২:১০

ইতিহাস গড়তে নাথান লায়নের প্রয়োজন ছিল ৪ উইকেট। পার্থে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ফাহিম আশরাফের উইকেট নিয়েই ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই অস্ট্রেলিয়ান স্পিনার। পাকিস্তানের বিপক্ষে ৩৬০ রানের বিশাল জয়ের পর অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, অস্ট্রেলিয়ান কিংবদন্তী শেন ওয়ার্নের রেকর্ড ছোঁয়াই এখন লায়নের পরবর্তী লক্ষ্য হওয়া উচিত।

ইতিহাসের তৃতীয় স্পিনার হিসেবে টেস্টে ৫০০ উইকেটের রেকর্ড গড়েছেন লায়ন। ১২৩ তম টেস্টে এসে করেছেন এই কীর্তি। পার্থের ম্যাচের ৫ উইকেটের পর এখন লায়নের উইকেট সংখ্যা ৫০১। ৩৬ বছরের লায়ন ফিট থাকলে আরও অনেক বছর খেলতে পারবে বলেই বিশ্বাস কামিন্সের, ‘ আমার বিশ্বাস সে আরও ৪০-৫০ টেস্ট খেলবে। সে যদি আরও ৪-৫ বছর খেলতে পারে, আর প্রতি বছর যদি ১০টি করে ম্যাচ হয়, তাহলে অনায়াসেই সে ৭০০ উইকেট ছুঁতে পারবে। আর যদি সে ৫০ ম্যাচ খেলতে পারে তাহলে অবশ্যই ওয়ার্নের রেকর্ডকে চ্যালেঞ্জ জানাতে পারবে সে। এটাই তার লক্ষ্য হওয়া উচিত।’

বিজ্ঞাপন

লায়নকে নিজেদের বোলিং আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র মানেন কামিন্স, ‘সে আমাদের বোলিং আক্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র, এটা কারো অজানা নয়। সে একটু অন্য ধরনের ক্রিকেটার। সে খুব বেশি রান দেয়না, সঠিক সময়ে দলকে উইকেট এনে দেয়। অ্যাশেজে আমরা তার শূন্যতা অনুভব করেছি। ১০০ টেস্ট খেলা একজন বোলার আপনার দলে থাকলে অধিনায়ক হিসেবে কাজটা সহজ হয়ে যায়। তাকে শুধু তার কাজটা করতে দিলেই হয়।’

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়ে শীর্ষে আছেন ওয়ার্ন। লায়ন কি কখনো পারবেন তাকে টপকে যেতে?

সারাবাংলা/এফএম

৫০০ উইকেট অস্ট্রেলিয়া ওয়ার্ন নাথান লায়ন পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর