বিজ্ঞাপন

ইতিহাস গড়ে ৫০০ উইকেটের এলিট ক্লাবে লায়ন

December 17, 2023 | 2:35 pm

স্পোর্টস ডেস্ক

ইনজুরির কারণে বেশ কয়েক মাস মাঠের বাইরে ছিলেন তিনি। টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁতে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নের প্রয়োজন ছিল ৪ উইকেট। সুস্থ হয়ে দলে ফিরেই পার্থে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ইতিহাস গড়লেন লায়ন। অষ্টম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫০০ উইকেটের রেকর্ড করলেন এই অজি স্পিনার।

বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন লায়ন। দ্বিতীয় ইনিংসে নিজের ৭ম ওভারে এসে ফাহিম আশরাফকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৫০০তম উইকেট। আম্পায়ার প্রথমে আউট দেননি, পরে রিভিউ নিয়ে আশরাফকে ফেরান লায়ন। নিজের ১২৩ তম টেস্টে এসে এই কীর্তি গড়লেন লায়ন। টেস্ট ইতিহাসের অষ্টম বোলার হিসেবে ৫০০ উইকেটের দেখা পেলেন তিনি। গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্নের পর তৃতীয় অস্ট্রেলিয়ান বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট ছুঁয়েছেন লায়ন।

২০১১ সালে শ্রীলংকার বিপক্ষে টেস্টে নিজের প্রথম উইকেট পেয়েছিলেন লায়ন। টেস্ট ইতিহাসে সবার প্রথম ৫০০ উইকেটের দেখা পান শ্রীলংকান কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরন, দ্রুততম ৫০০ উইকেট পাওয়া বোলারও তিনি। দ্রুততম ৫০০ উইকেট ছোঁয়ার তালিকায় লায়ন আছেন ৫ নম্বরে। ৫০০ উইকেটের এই তালিকায় আরও আছেন ভারতের স্পিনার অনিল কুম্বলে, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্ন, ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ, ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।

লায়নের ইতিহাস গড়ার ম্যাচে পাকিস্তানকে ৩৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন