Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩২ দলের ক্লাব বিশ্বকাপের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৩ ১৪:১২

৩২ দলের ক্লাব বিশ্বকাপের ঘোষণা এসেছিল আগেই। ফিফা এবার ২০২৫ সালের ৩২ দলের ক্লাব বিশ্বকাপের সূচি ঘোষণা করল। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরু হবে ১৫ জুন, পর্দা নামবে ১৩ জুলাই।

এই বছরের শুরুতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো ঘোষণা দিয়েছিলেন, টুর্নামেন্টের পরিধি বাড়ানোর পরিকল্পনা হিসেবেই ২০২৫ সাল থেকে বিশ্বকাপের ফরম্যাটে হবে ক্লাব বিশ্বকাপও। পুরো বিশ্ব থেকে ক্লাবগুলো অংশ নেবে এই টুর্নামেন্টে। বিশ্বকাপের আয়োজনকে সামনে রেখে সৌদি আরবের জেদ্দায় বসেছিল ফিফার কমিটি। সভায় সিদ্ধান্ত হয়, যুক্তরাষ্ট্রে বসবে ক্লাব বিশ্বকাপের পরবর্তী আসর।

বিজ্ঞাপন

ফিফা প্রেসিডেন্ট ইনফানতিনো জানান, সব লিগের চ্যাম্পিয়নরা অংশ নেবে এই টুর্নামেন্টে, ‘এই টুর্নামেন্টে বর্তমানের সব কনফেডারেশনের লিগ চ্যাম্পিয়নরা অংশ নেবে। আগামী বছরের চ্যাম্পিয়নস লিগ বিজয়ী দলের সাথে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফের বিজয়ী দলের ম্যাচ হবে। সেই ম্যাচে বিজয়ী দলও মূল টুর্নামেন্টে খেলবে।’

৩২ দলের মাঝে ইউরোপ থেকে যাবে ১২ দল, দক্ষিণ আমেরিকা থেকে ৬, এশিয়া ও উত্তর মধ্য আমেরিকা থেকে ৪টি করে ক্লাব। বাকি দুটি দলের একটি ওশেনিয়া মহাদেশ থেকে, আরেকটি হচ্ছে স্বাগতিক দেশের ক্লাব। এছাড়াও ২০২১ থেকে ২০২৪ সালের সব মহাদেশের চ্যাম্পিয়নরা সরাসরি খেলবে ২০২৫ এর এই টুর্নামেন্টে।’

ফিফার নিয়ম অনুযায়ী ক্লাব বিশ্বকাপের ওই আসরে খেলা নিশ্চিত হয়েছে অনেক ক্লাবেরই। ক্লাবগুলো হচ্ছে- রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার সিটি, পিএসজি, ইন্তার মিলান, পোর্তো, বেনফিকা, পালমেইরাস, ফ্লামেঙ্গো, ফ্লুমিনেন্স, মন্তেরি (মেক্সিকো), লিও (মেক্সিকো), সিয়াটল সাউন্ডারস (যুক্তরাষ্ট্র), আল আহলি (মিসর), ওয়াইদাদ কাসাব্লাংকা (মরক্কো), উরাওয়া রেড ডায়মন্ডস (জাপান), অকল্যান্ড সিটি (নিউজিল্যান্ড), আল হিলাল (সৌদি)। বাকি দলগুলো নির্ধারিত হবে আগামী বছরের মাঝেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ক্লাব বিশ্বকাপ চেলসি ফিফা ফুটবল ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর