Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদিক আবদুল্লাহর প্রার্থিতা ফিরে পাওয়ার আদেশ চেম্বারে স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ডিসেম্বর ২০২৩ ১৫:৪১ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:১৪

ঢাকা: বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা ফিরিয়ে দিয়ে প্রতীক বরাদ্দ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে সাদিক আবদুল্লাহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন না।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুকের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

বিজ্ঞাপন

সাদিকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। অপরপক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করীম।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক।

গত ১৫ ডিসেম্বর নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। পরে এই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সাদিক আব্দুল্লাহ।

এরপর (১৮ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের আদেশের ওপর স্থগিতাদেশ দিয়ে তাকে প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। ফলে সাদিক আবদুল্লাহর মনোয়নপত্র বৈধতা পায়।

তবে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন জাহিদ ফারুক। আজ শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার জজ আদালত।

সারাবাংলা/কেআইএফ/ইআ

টপ নিউজ মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর