প্রতিশ্রুতি রেখেছি, আরও উন্নয়ন হবে: গোলাম দস্তগীর গাজী
১৯ ডিসেম্বর ২০২৩ ২৩:১৮
ঢাকা: নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে তিনবারের নির্বাচিত এমপি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, আমি রূপগঞ্জবাসীকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আওয়ামী লীগের আমলে রূপগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি যদি আবারও নির্বাচিত হই, তাহলে আরও উন্নয়ন হবে রূপগঞ্জে। তাই শেখ হাসিনা সরকারের হাতকে শক্তিশালী করতে রূপগঞ্জবাসী ফের আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর ) দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মন্তব্য করেন গোলাম দস্তগীর গাজী।
আরও পড়ুন: ফের সেরা করদাতা গোলাম দস্তগীর গাজী ও গোলাম মূর্তজা
গোলাম দস্তগীর গাজী বলেন, `রূপগঞ্জবাসীকে যে উন্নয়নের ওয়াদা দিয়েছিলাম, আমি মনে করি, সে ওয়াদা পালন করতে পেরেছি। একসময় মানুষ ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে চলাচলের সময় ভুলতা এলাকায় দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়ত, সেই ভোগান্তি কমাতে ঢাকা-সিলেট ও এশিয়ান বাইপাস সড়কের ভুলতা ফ্লাইওভার নির্মাণ করেছি।’
তিনি বলেন, `শীতলক্ষ্যা নদীতে ফেরি পারাপারে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, সেখানে সেতু নির্মাণ করেছি। এ ছাড়া সাধারণ মানুষের এক যুগের ভোগান্তি দূর করতে ১৫০ কোটি টাকা ব্যয়ে রূপসী-কাঞ্চন সড়ক নির্মাণ করেছি।’
আরও পড়ুন: রূপগঞ্জের উন্নয়নে অপ্রতিরোধ্য ‘নৌকা’ ও ‘গাজী’
আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলেই রূপগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি যদি আবার নির্বাচিত হই, উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বাকি উন্নয়নকাজ শেষ করব।’
তিনি বলেন, ‘রাস্তাঘাটের জন্য সরকারিভাবে যেসব টেন্ডার হয় সেসব টেন্ডার থেকে কখনও কোনো কমিশন নিইনি। রাস্তার টেন্ডারের টাকা রাস্তার কাজেই ব্যয় করেছি। শেখ হাসিনা সরকারের হাতকে শক্তিশালী করতে রূপগঞ্জবাসীকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন বলে আমি আশাবাদী।’
আরও পড়ুন: রূপগঞ্জে গাজীর বিকল্প কেবল গাজী-ই
এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান নৌকা প্রতীকের এ প্রার্থী।
আরও পড়ুন: গাজীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর কথা স্বীকার করলেন তৈমুর
তিনি বলেন, ‘রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা আমাদের সঙ্গে সব সময় ছিলেন। রূপগঞ্জ থেকে যে আন্দোলন-সংগ্রাম করেছি, সেগুলো সাংবাদিকরা লেখার মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।’
সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম। এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, তোফায়েল আহমেদ আলমাছ, জেলা পরিষদের সদস্য আনছার আলী, শীলা রাণী পাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সদস্য হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ প্রেস ক্লাবের উপদেষ্টা সাংবাদিক আলম হোসেন, মাসুদ করিম, সাধারণ সম্পাদক খলিল সিকদার, সাত্তার আলী সোহেল, সুশীল সরকার, জিএম সহিদসহ অন্যরা।
সারাবাংলা/এসবি/একে
আওয়ামী লীগ গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ-১ আসন নৌকা প্রতীক রূপগঞ্জ