Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৭ জানুয়ারির পর বাংলাদেশে অন্ধকার নেমে আসবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৩ ১৫:১১

ঢাকা: আগামী ৭ জানুয়ারির পর বাংলাদেশের আকাশে অন্ধকার নেমে আসবে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।

অসহযোগ আন্দোলনের পক্ষে শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে দৈনিক বাংলার মোড়, কালভার্ট রোড় ও ফকিরাপুল এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তারা এ মন্তব্য করেন।

জোট নেতারা বলেন, ‘সূর্যাস্তের পর যেমন অন্ধকার নেমে আসে, তেমনি ৭ জানুয়ারি ‘ডামি, ডাকাতি, চুরি ও পাতানো নির্বাচনের পর বাংলাদেশের আকাশে অমাবশ্যার অন্ধকার নেমে আসবে। ডামি নির্বাচনের আয়োজক আজ্ঞাবহ নির্বাচন কমিশন, পরিচালক হিসেবে থাকবে শেখ হাসিনা এবং আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ভোটারের ভূমিকায়। আর সন্ধ্যায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বাকশালি স্লোগান দিয়ে উৎসব পালন করবে। সুতরাং এই নির্বাচন হতে দেওয়া যাবে না।’

তারা বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচন হলে বাংলাদেশ গভীর সংকটে পড়বে। বিশ্বের কাছে বাংলাদেশ হারাবে তৈরি পোশাকসহ রপ্তানির বড় বাজার এবং সংকট সৃষ্টি হবে অর্থনীতিতে। এতে করে বাংলাদেশ মহাবিপদের দিকে ধাবিত হবে। শেখ হাসিনার পদত্যাগই হবে এর সমাধান।’

জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান বলেন, ‘এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা পাতানো নির্বাচনের খেলায় সারাদেশকে অবরুদ্ধ করে রেখেছে। আগামী ৭ তারিখ জনগণ এই প্রহসন মার্কা নির্বাচনকে প্রতিহত করবে। আগামী ৭ ই জানুয়ারি শেখ হাসিনার পতন নিশ্চিত হবে।’

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, ‘বিশ্বসেরা স্বৈরশাসকের অধীনে ৭ জানুয়ারি বাংলাদেশে একটি ‘ডামি’ নির্বাচন হতে চলেছে। তবে দেশের জনগণ এই ডামি নির্বাচন হতে দেবে না। তারা এই জালিম-ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করবে। শেখ হাসিনার ঠিকানা আর গণভবনে হবে না।’

অন্যদের মধ্যে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ,বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামসুদ্দীন পারভেজ, ইসলামি ঐক্য জোটের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস রেজা প্রমুখ।

উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) হান্নান আহমেদ বাবলু,জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের আতাউর রহমান খান, এম এ কাশেম ইসলামাবাদী,মাওলানা খায়রুল ইসলাম, বাংলাদেশ জাতীয় দলের সারোয়ার আলম, আবুল মনসুর, বাংলাদেশ লেবার পার্টির হাবিবুর রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির মুহাম্মদ আবু হানিফ, আবু ইউসুফ, যুব জাগপার নজরুল ইসলাম বাবলু, মনোয়ার হোসেন, জনি নন্দী, এলডিপি যুবদলের মিজানুর রহমান পিন্টু, ছাত্র সমাজের কাজী ফয়েজ আহমেদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের নিজাম উদ্দিন আল আদনান, হাফেজ খালেদ মাহমুদ প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ

১২ দলীয় ৭ জানুয়ারি জোট টপ নিউজ নির্বাচন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর