উন্নয়নের কারণে নৌকার পক্ষে গণজোয়ার দেখছি: গোলাম দস্তগীর গাজী
২২ ডিসেম্বর ২০২৩ ২২:৪৭
নারায়ণগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, নৌকা মার্কা উন্নয়নের প্রতীক। বিগত তিন সংসদ নির্বাচনে রূপগঞ্জের ভোটাররা নৌকা মার্কাকে বিজয়ী করেছে। এই সময়ে রূপগঞ্জে যে মাত্রায় উন্নয়ন হয়েছে তা এর আগে কখনো হয়নি। তাই এবারের প্রচারণায় ভোটারদের মাঝে নৌকা মার্কার পক্ষে গণজোয়ার দেখছি।
শুক্রবার (২২ ডিসেম্বর) নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জের ভুলতা ইউনিয়নে গণসংযোগ চলাকালীন এ সব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘রূপগঞ্জে বিগত সময়গুলোতে আমি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম। কথা দিয়েছিলাম নৌকা মার্কায় ভোট দিলে রূপগঞ্জের উন্নয়ন হবে। কথা দিয়ে আমি সেটি রেখেছি।’
তিনি বলেন, ‘ভুলতায় আগে মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হতো। উন্নয়নের জোয়ারে এখানে এখন প্রতিটি সড়ক পাকা হয়ে গেছে। রাস্তায় আগে মানুষ নামতে ভয় পেতো ভাঙাচোরা থাকার কারণে। কিন্তু এখন পাকা সড়কের পাশাপাশি যেখানে ফ্লাইওভার হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘যে মাত্রায় উন্নয়ন হয়েছে তা দেখে বাইরের অনেকেই এসে এখানে অবাক হয়ে যায়। এখানে যারা ভোটার তাদের মাঝে এবার তাই ভোট নিয়ে একটা গণজোয়ার দেখছি। আর এই গণজোয়ার নৌকা মার্কার পক্ষে, এই গণজোয়ার উন্নয়নের পক্ষে।’
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘মানুষ এখন আর অপপ্রচারে কান দেয় না। তারা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আর তাই ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে ভোটাররা সবঅপপ্রচারের জবাব দেবে।’
এদিন ভুলতার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণের পাশাপাশি পথসভা ও বিভিন্ন ঘরোয়া আলোচনায়ও অংশ নেন গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। এ সময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা সহ ইউনিয়নের নেতা-কর্মীরা গণসংযোগে অংশ নেন।
সারাবাংলা/এসবি/একে
গণসংযোগ গোলাম দস্তগীর গাজী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভুলতা রূপগঞ্জ