Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেলের কংক্রিট পাইল নিয়ে মোংলায় ‘এমভি হরিজন-৯’


২৩ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৪

বাগেরহাট: মেট্রোরেলের কংক্রিট পাইল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামার পতাকাবাহী জাহাজ ‘এমভি হরিজন-৯’। শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে জাহাজটি বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙ্গর করে।

জাহাজে ৪৭৮টি কংক্রিটের পাইল রয়েছে। গত ১২ ডিসেম্বর ভিয়েতনাম থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি।

এমভি হরিজন-৯ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যাথেকে জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়েছে। খালাস শেষে মালামাল ঢাকায় পাঠানো হবে।

মেগা প্রকল্প মেট্রোরেলের সব মালামাল মোংলা বন্দর দিয়ে আমদানি, খালাস ও পরিবহন করা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

এমভি হরিজন কংক্রিট পাইল মেট্রোরেল মোংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর