Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীত কম থাকলেও কুয়াশায় ঢাকা যশোর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৩ ১০:০৪ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ১১:৩৪

ছবি: সারাবাংলা

যশোর: শীত কম থাকলেও কুয়াশার চাদরে ঢেকে গেছে যশোর। মধ্যরাত থেকে কুয়াশা পড়তে থাকে সব জায়গা। রোববার (২৪ ডিসেম্বর) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৯টায়ও কুয়াশায় রাস্তাঘাট দেখা যাচ্ছিল না। এর মধ্যেই কর্মস্থলে ছুটছেন সাধারণ মানুষ। বাস-ট্রাক ও মোটরসাইকেল হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে।

শীত ও কুয়াশার কারণে বিপাকে পড়তে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। কুয়াশায় থাকায় গাড়ি চালকদেরও অতিরিক্ত সর্তকতায় থাকতে হচ্ছে।

যশোর বিমান বাহিনীর আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, জেলায় আজ সকালে ১৫ দশমিক ৬ডিগ্রি সেলসিয়াস মধ্যে তাপমাত্রা ছিল। তবে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলবে না। দৃষ্টিসীমা ১৫ থেকে ২০ মিটারের মধ্যে রয়েছে কুয়াশায়।

সারাবাংলা/টিএম/এনএস

কুয়াশা যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর