Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডিতে স্বেচ্ছাসেবক দলের মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৩ ১১:৪৪

ঢাকা: সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং অসহযোগ আন্দোলন সফল করতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে এ মিছিল হয়। এতে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কামরুজ্জান বিপ্লব, আব্দুল কুদ্দুস, সরদার নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক জেড আই কামাল, সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মাসুম ভুঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সাবু, তৌহিদুল ইসলাম টিটু, শাহ আলম তপু, শফি মাহমুদ জুয়েল, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, সহ সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, সহ শিক্ষা বিষয়ক ইমামুল ইসলাম ইমাম, সহ কৃষি বিষয়ক সম্পাদক ইমদাদুল হক মজুমদার, সহ আপ্যায়ন সম্পাদক সাইদুজ্জামান পাশা, সহ-বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নুর আমিন লালনসহ অনান্যরা।

মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি বিএনপি নেতা-কর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সারাবাংলা/এজেড/ইআ

মিছিল স্বেচ্ছাসেবক দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর