Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ ফেব্রুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১ জানুয়ারি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৩ ১৩:২৪

ঢাকা: আগামী ৯ ফেব্রুয়ারি থেকে এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এর আগে দেশের শিক্ষার্থীরা ১ জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন। আর ৪ জানুয়ারি থেকে বিদেশি নাগরিকদের জন্য আবেদন নেওয়া হবে।

রোববার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে, সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরে সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এমবিবিএস ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা একটি শিডিউল ঠিক করেছি, সে অনুসারে পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার শিডিউলের পাশাপাশি কীভাবে মান উন্নয়ন করা যায়, কীভাবে আরও যুক্তিসংগত পরীক্ষা নেওয়া যায়, যাতে ভালো ছাত্র ভর্তি হতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মেডিকেল কলেজে ভর্তি হতে ন্যূনতম ৪৯ নম্বর পেতে হবে, যেটা আগেও ছিল। মাইগ্রেশনের সুযোগ তিনবার রাখা হয়েছে। সবগুলো কলেজে একবারে চয়েস দিতে পারবেন শিক্ষার্থীরা। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে একই নিয়ম অনুসরণ করা হবে।’

অনলাইনে আবেদনের শেষ তারিখ হবে ২৩ জানুয়ারি। ফি জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জানুয়ারি। রোল নম্বর ও সিট প্রদান ২৬ জানুয়ারির মধ্যে হয়ে যাবে। প্রবেশপত্র বিতরণ ৫ ফেব্রুয়রির মধ্যে হয়ে যাবে। ৮ ফেব্রুয়ারি আসন প্রদান। ৯ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে, জানান মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, ‘গত ৫ বছরে মেডিকেল পরীক্ষার বিষয়ে কারও কোনো অভিযোগ ছিল না। প্রশ্নফাঁস নিয়ন্ত্রণে সবকিছু ডিজিটাল ও অত্যাধুনিক করা হয়েছে। একজন প্রশ্নকারী একটি প্রশ্নই করেন, অন্যরা তা জানতে পারেন না। যে পদ্ধতিতে প্রশ্নপত্র পাঠানো হয় এবং খোলা হয়, তা ডিজিটাল পদ্ধতিতে। যে কারণে যে কেউ প্রশ্ন খুলতেও পারবে না। এমনকি নেওয়ার পথেও যদি কেউ খোলার চেষ্টা করে, তাহলে ডিজি অফিসে লালবাতি জ্বলে উঠে। এমনকি পরীক্ষার সময় কোচিং সেন্টারগুলোও বন্ধ থাকে।’

এ বছরে সরকারি মেডিকেল কলেজগুলোতে এক হাজার সিট বাড়ানো হয়েছে। যে কারণে সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন বেড়ে ৫ হাজার ৩৮০টি হয়েছে। আর বেসরকারি মেডিকেল কলেজে ৬৩৪৮টি আসন রয়েছে।

মন্ত্রী বলেন, ‘৯ জানুয়ারি থেকে সব ধরনের মেডিকেল কোচিং বন্ধ থাকবে। অর্থাৎ একমাস কোচিং বন্ধ থাকবে। আমরা এ সম্পর্কিত বিজ্ঞপ্তিও দিয়ে দেবো।’

সারাবাংলা/জেআর/এমও

মেডিকেলের ভর্তি পরীক্ষা


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর