Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনবিরোধী ভায়োলেন্স করলে আইনগত ব্যবস্থায় সমর্থন আ. লীগের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৫

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারাই নির্বাচনবিরোধী কোনো প্রকার ভায়োলেন্স বা তৎপরতা করবে; তারা যেই হোক আইন ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। আমরা যুক্তিযুক্ত সব ব্যবস্থাই সমর্থন করব।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন চাই। নির্বাচনকে ঘিরে কোনো সহিংসতা আমরা চাই না। একটা ভায়োলেন্স ফ্রী পিসফুল ইলেকশন আমাদের নেত্রী শেখ হাসিনা চান। তিনি সেটা নিজেই বারবার বলছেন। আওয়ামী লীগের প্রার্থী কিংবা কোনো প্রার্থীর সহযোগী ভায়োলেন্সে যদি জড়ায়, সহিংসতায় জড়ায় সে ব্যাপারে নির্বাচন কমিশন যে আইনগত ব্যবস্থার কথা বলবে আমরা সমর্থন করব। কোনো প্রকার নির্বাচনবিরোধী সহিংস কর্মকাণ্ডে আমরা সমর্থন দেব না, প্রশ্রয় দেব না।’

তিনি আরও বলেন, ‘যারা আমাদের দলের প্রার্থী। পাশাপাশি অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এরা অনেকে আমাদের দলের নেতাকর্মী..। তাদেরকেও প্রতিদ্বন্দ্বি হিসেবে ভাবতে হবে। কোনো প্রকার পক্ষপাত আর কোনো প্রকার বৈরী মনোভাব প্রদর্শন করে নির্বাচনে তার প্রতিক্রিয়া যেটা সমর্থনযোগ্য নয়।’

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘যারা নির্বাচন বর্জনের ডাক দিয়েছে দেশের জনগণ তাদেরকে বর্জন করা শুরু করেছে। তাদেরই বর্জন করবে দেশের মানুষ। খাজনা দেবে না। ট্যাক্স দেবে না, ইউলিটির বিল দেবে না। এটা কি তাদের বাপ-দাদার সম্পত্তি। এই ধরনের উদ্ভট হাস্যকর.. দেশ কি আরেকবার স্বাধীন হয়েছে? এটা কি বঙ্গবন্ধুর অসহেযোগ? কি দুঃসাহস? মাথা খারাপ হয়ে গেছে।’

বিজ্ঞাপন

নির্বাচন করে ব্যর্থ। আন্দোলন করে ব্যর্থ। এখন তাদের সামনে আর কি আছে? এই নির্বাচন বর্জন করার মধ্য দিয়ে তাদের রাজনৈতিক অস্তিত্ব আরও সংকুচিত হবে। আরও সংকুচিত হবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ। আরও অনিশ্চিয়তা বাড়বে বলেও দাবি করেন তিনি।

বিএনপি চরম নেগেটিভ রাজনীতির পথ বেছে নিয়েছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘যারা সন্ত্রাসের রাজনীতি করে তাদের মুখে গণতন্ত্রের বুলি শোভা পায় না। সন্ত্রাস করে গণতন্ত্র পুনরুদ্ধার হয় না। ইলেকশন হবে সারা দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলোর স্টান্ডার্ডে, আমাদের এখানেও ভোটের দিন ভোটার উপস্থিতি হবে। আমি খুব উঁচু গলায় বড় বড় কথা বলব না। আমি বলব, অন্যান্য গণতান্ত্রিক দেশের যে উপস্থিতি সেই উপস্থিতির সঙ্গে তুলনা করলে হতাশ হতে হবে না। ভাল একটা উপস্থিতি এই নির্বাচনে হবে।’

বিফ্রিংয়ে দলের সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/ইআ

আওয়ামী লীগ ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর