Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকার ২ প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৩ ২৩:১৪

ঢাকা : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগ দলীয় দুই প্রার্থীর বিরুদ্ধে মামলা করতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্মসচিব মো. মাহবুবার রহমান সরকার এ তথ্য জানান।

তারা দুজনই বর্তমানে সংসদ সদস্য। আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। তারা হলেন- চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান এবং ঝিনাইদহ-১ আসনের আব্দুল হাই। এছাড়া বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে নির্বাচন কমিশনে তলব করার সিদ্ধান্ত হয়েছে। তবে কবে ইসিতে ডাকা হবে তা নির্ধারণ করা হয়নি। আর কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে কমিটি।

নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্মসচিব মো. মাহবুবার রহমান সরকার বলেন, ঝিনাইদহ-১ আসনের মো. আব্দুল হাই’র বিরুদ্ধে পৃথক দুই ঘটনায় দুটি মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিককে মারধর ও আচরণ বিধি লঙ্ঘনের ঘটনায় মামলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মোস্তাফিজুর রহমান গত ৩০ নভেম্বর বিশাল শোডাউন করে মনোনয়নপত্র দাখিল করেন। ওই চিত্র গ্রহণের সময়ে সাংবাদিকদের মারধর ও ক্যামেরা ভাঙচুর করা হয়।

তিনি আরও বলেন, বরগুনা-১ আসনের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে আচরণ বিধিমালা লংঘনের ঘটনায় নির্বাচন কমিশনে তলবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে ডাকা হবে তা এখনও নির্ধারণ হয়নি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারও প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত আমার জানা নেই। আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে প্রার্থী, সমর্থক ও বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে রোববার দুপুর পর্যন্ত ২০৮টি শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে জেলা প্রশাসক গঠিত তিন সদস্যের কমিটি গতকাল রোববার ইসিতে প্রতিবেদন পাঠিয়েছে। ওই প্রতিবেদনে সাংবাদিকদের মারধরের ঘটনায় সত্যতা পেয়েছে। এ নির্বাচনে আ ক ম বাহাউদ্দিন বাহারকে আচরণ বিধি লংঘনের অভিযোগে একাধিক শোকজ করা হয়েছে।

সারাবাংলা জিএস/একে

ঝিনাইদহ টপ নিউজ নৌকার প্রার্থী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর