গাজার সমর্থনে খাজার ব্যাটে ‘পায়রা’ প্রতীকেও বাধা আইসিসির
২৫ ডিসেম্বর ২০২৩ ০৯:৪৪
ফিলিস্তিন ইস্যুতে আইসিসির সাথে তার চলছে নিরব এক ‘যুদ্ধ’। বারবার চেষ্টা করেও গাজার সমর্থনে খেলার মাঠে কিছু করতে পারছেন না অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। বক্সিং ডে টেস্টে পাকিস্তানের বিপক্ষে নিজের ব্যাট ও জুতায় শান্তির প্রতীক পায়রাকে রেখেই মাঠে নামার ইচ্ছা ছিল তার। তবে শেষ পর্যন্ত এখানেও আইসিসির বাধায় পিছু হটছেন তিনি।
গাজায় গত দুই মাস ধরে চলা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বরাবরই সোচ্চার খাজা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের শুরু থেকেই মাঠে সেই প্রতিবাদটাই জানাতে চাচ্ছেন তিনি। তবে প্রতিবারই আইসিসির বাধায় সেটা করতে পারেননি। প্রথম টেস্টের আগে নিজের জুতায় শান্তির বাণী লিখতে চেয়েছিলেন খাজা। শেষ মুহূর্তে আইসিসির বাধায় সেটা হয়নি। তবে ওই ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন। এই কারণে অবশ্য শাস্তির মুখোমুখিও হতে হবে তাকে।
দ্বিতীয় টেস্টে খাজা নিয়েছেন আরেক উদ্যোগ। মেলবোর্নে গতকাল অনুশীলনের সময় তার জুতায় ও ব্যাটে দেখা গিয়েছে শান্তির প্রতীক পায়রা। ধারণা করা হচ্ছিল আগামীকালের বক্সিং ডে টেস্টে ব্যাটে ও জুতায় শান্তির বাণী নিয়েই খেলতে নামবেন খাজা। কিন্তু আবারও বাধ সেধেছে আইসিসি। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাটে ও জুতায় এমন বার্তা দিতে পারবেন না খাজা। আইসিসি আবারও তাকে সতর্কবার্তা দিয়েছে, ‘আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার খেলার মাঠে এরকম বার্তা দিতে পারেন না। তাকে এটা আবারও মনে করিয়ে দেওয়া হচ্ছে। খেলার মাঠে রাজনৈতিক, ধর্মীয় ও বর্ণ নিয়ে কোনও মতামত প্রকাশ করা যাবে না।’
আইসিসির এমন বাধায় কিছুটা অবাক হয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। দলের আরেক ব্যাটার মারনাস লাবুশেন বাইবেলের একটি পঙক্তি তুলে ধরতে ব্যাটে নিয়মিতই ব্যবহার করেন ঈগল প্রতীক। এই ব্যাপারে আইসিসির সম্মতি আছে। কামিন্স বলছেন, তারা খাজার পাশেই আছেন, ‘আমি আসলে বুঝতে পারছি না এরকম বার্তায় সমস্যাটা কোথায়! সে যে বার্তা দিতে চাইছে সেটা তো খুবই ভালো। আমরা তার পাশে আছি। আইসিসির তার উদ্যোগে বাধা দিয়েছে, তাই সে এরকম কিছু পরতে পারবে না। আইসিসিই নিয়ম তৈরি করে, তারা আসলে কি ভেবে এমনটা করে আমি ঠিক জানি না। তবে এটা আমাদের মানতে হবে।’
আগামীকাল সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। পার্থের প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
সারাবাংলা/এফএম