Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে ২টি জনসভার পাশাপাশি মিঠাপুকুরে পথসভা করবেন শেখ হাসিনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৩ ১১:০৬

রংপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর সফর করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরে দু’টি নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার পাশাপাশি একটি পথসভায় অংশ নেবেন।

জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম জানান, সফরে প্রথমে সকাল ১১টায় তারাগঞ্জ ওয়াক্‌ফ এস্টেট সরকারি কলেজ মাঠে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে পীরগঞ্জ আসার পথে মিঠাপুকুর উপজেলায় বেলা পৌনে ১২টার দিকে জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৫ আসনের নৌকার প্রার্থী রাশেক রহমানের একটি নির্বাচনি পথসভায় বক্তব্য দেবেন।
শেষে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩টায় রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

বিজ্ঞাপন

জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী শুধুমাত্র দু’টি জনসভায় অংশ নেওয়ার কথা ছিল। তবে গতরাতে জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৫ আসনের নৌকার প্রার্থী রাশেক রহমানের একটি নির্বাচনি পথসভায় বক্তব্য দেবেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের পথসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই মঞ্চ তৈরির কাজ শুরু করেছে স্থানীয় আওয়ামী লীগ।’

রংপুর-৫ আসন থেকে এবার নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান।

বিজ্ঞাপন

রাশেক রহমান জানান, প্রধানমন্ত্রী মিঠাপুকুরে পা রাখবেন, এটা পরম সৌভাগ্যের ব্যাপার মিঠাপুকুরবাসীর জন্য। প্রধানমন্ত্রী এখানে অনেক দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন, যা আমাদের উন্নয়নে ভূমিকা রাখবে।

সারাবাংলা/এমও

টপ নিউজ পথসভা প্রধানমন্ত্রী মিঠাপুকুর রংপুরে জনসভা

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর