Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে: মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৩ ২০:২৩

নড়াইল: দেশের অগ্রযাত্রা ধরে রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাচনি এলাকা নড়াইল সদর উপজেলায় ইউনিয়নে ও বাজরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য ও গণসংযোগকালে এই আহ্বান জানান তিনি।

মাশরাফি বিন মর্তুজা বলেন, দেশের অগ্রযাত্রা ধরে রাখতে হলে আগামি নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। প্রধানমন্ত্রী আমাকে আপনাদের জন্য মনোনয়ন দিয়েছেন। আপনাদের ভোট নিয়ে এমপি নির্বাচিত হতে চাই। আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দিলে আমারও ভালো লাগবে।

এ সময় ক্রিকেট তারকা মাশরাফিকে দেখতে এলাকার শত শত নারী-পুরুষ রাস্তার দু’পাশে সমবেত হন। তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন তিনি। এ সময় এলাকার বড়দের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন তিনি।

মাশরাফির সঙ্গে পথসভায় ও গণসংযোগকালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক ও আউড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম পলাশ, আওয়ামী লীগ নেতা হাফিজ খান মিলন, শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্না, জেলা-উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ

নড়াইল-২ আসন মাশরাফি বিন মর্তুজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর