বেড়েছে বৈদেশিক ঋণ পরিশোধ, কমেছে অর্থছাড়
২৮ ডিসেম্বর ২০২৩ ২০:৩৭
ঢাকা: চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে। অন্যদিকে কমছে বৈদেশিক অর্থছাড়। তবে ঋণ প্রতিশ্রুতির পরিমাণ বাড়ছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ সব তথ্য তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) প্রতিবেদনটি প্রকাশ করেছে ইআরডি।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের ৫ মাসে বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে ১৩ কোটি ৩২ লাখ ১৮ হাজার ডলার। এর মধ্যে সুদ ৫ কোটি ৬২ লাখ ২৩ হাজার এবং আসল ৭ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে মোট ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৮ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ডলার। এর মধ্যে সুদ ২ কোটি ৩৭ লাখ ৬৭ হাজার এবং আসল ৬ কোটি ৪২ লাখ ৭৯ হাজার ডলার ছিল।
পর্যালোচনা করে দেখা যায়, গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরের নভেম্বর পর্যন্ত প্রায় ৫ কোটি ডলার বেশি পরিশোধ করতে হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের ৫ মাসে উন্নয়নসহযোগীরা প্রতিশ্রুতি দিয়েছে ৫৮ কোটি ৫৯ লাখ ১৫ হাজার ডলার। এর মধ্যে ঋণ ৫৫ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ডলার এবং অনুদান ২ কোটি ৮৬ লাখ ৩৯ হাজার ডলার। গত অর্থবছর একই সময়ে প্রতিশ্রুতি এসেছিল ৪ কোটি ৬১ লাখ ৩১ হাজার ডলার। এর মধ্যে ঋণ ৩ কোটি ২০ হাজার এবং অনুদান ছিল ১ কোটি ৬১ লাখ ১১ হাজার ডলার। পর্যালোচনা করলে দেখা যায়, চলতি অর্থবছরে ঋণ প্রতিশ্রুতি বেড়েছে ৫৩ কোটি ৯৮ লাখ ডলার।
এদিকে, চলতি অর্থবছরে কমছে বৈদেশিক অর্থছাড়। গত ৫ মাসে বিভিন্ন প্রকল্পের বিপরীতে উন্নয়নসহযোগীরা ছাড় করেছে ২১ কোটি ১৭ লাখ ডলার। এর মধ্যে ঋণের পরিমাণ ২০ কোটি ৪৮ লাখ ৩০ হাজার এবং অনুদান ৬৮ লাখ ৭০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে ছাড় হয়েছিল ২৪ কোটি ৬২ লাখ ৪৮ হাজার ডলার। এর মধ্যে ঋণ ছিল ২৩ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার এবং অনুদান ১ কোটি ৫ লাখ ৫৯ হাজার ডলার। পর্যালোচনা করলে দেখা যায়, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে বৈদেশিক অর্থছাড় ৩ কোটি ৪৫ লাখ ডলার কম হয়েছে।
সারাবাংলা/জেজে/পিটিএম