Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোহরাওয়ার্দী উদ্যানে ময়লার স্তূপে পড়ে ছিল নবজাতকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৩ ২০:৩৫

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে ময়লার স্তূপ থেকে এক নবজাতক মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) বিকালে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ প্রভাকর রায় বলেন, বিকেলে পার্কে ডিউটিরত আনসারদের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এবং ওই নবজাতকের মৃতদেহ উদ্ধার করি। ওই মেয়ে নবজাতকের বয়স আনুমানিক চার থেকে পাঁচ দিন হবে। নবজাতকটি একটি বাজারের ব্যাগের মধ্যে লাল কম্বল দিয়ে পেঁচানো ছিল।

তিনি আরও জানান, সোহরাওয়ার্দী পার্কে থাকা তানিয়া নামে ভবঘুরে নারী প্রথমে ব্যাগটি পেয়ে কম্বল ভেবে তার কাছে রেখে দেয়। পরে কম্বলটি খুলে দেখতে পায় একটি মেয়ে নবজাতকের মরদেহ। পরে সে বিষয়টি পার্কের আনসার সদস্যদের জানান। শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মৃত অবস্থায় কে বা কারা ওই শিশুটিকে ব্যাগে ভরে ফেলে দিয়ে গেছে।

সারাবাংলা/এসএসআর/এনইউ

টপ নিউজ নবজাতক ময়লার মরদেহ সোহরাওয়ার্দী উদ্যান স্তূপ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর