Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে ৪১ মেট্রিক টন মহিষের চামড়া জব্দ

লোকাল করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৩ ১২:০৪

ছবি: সারাবাংলা

বেনাপোল (যশোর): ভারত থেকে আমদানি করা ৪১ দশমিক ৯ মেট্রিক টন মহিষের চামড়া জব্দ করেছে বেনাপোল কাস্টমস। পশু ও পশু জাত পণ্য আমদানিতে শর্ত থাকলেও তা পূরণ না করায় এই চামড়া জব্দ করা হয়েছে। পণ্য চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকার চানপুর ট্যানারি লিমিডেট।

গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, গত ১৯ ডিসেম্বর ভারত থেকে ৪১ মেট্রিক টন ৯০০ কেজি মহিষের চামড়া আমদানি করে চানপুর ট্যানারি লিমিডেট। পণ্যের চালানটি বেনাপোল বন্দর থেকে খালাশের জন্য সুপ্রিম অ্যাসোসিয়েটস নামে এক সিঅ্যান্ডএফ এজেন্ট কাস্টমস হাউসে বিল অবএন্টি দাখিল করেন। তবে ছাড় করতে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পণ্যের চালানটি সাময়িকভাবে জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মির্জা রাফেজা সুলতানার সই করা এক চিঠিতে জানান, আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর অনুচ্ছেদ-২৯ অনুযায়ী ‘প্রাণি ও প্রাণিজাত পণ্য, উদ্ভিদ ও উদ্ভিজ পণ্য এবং মৎস ও মৎসজাত পণ্য আমদানির ক্ষেত্রে কোয়ারেন্টাইন শর্তাবলি প্রযোজ্য হবে। এছাড়া উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্য আমদানি-রফতানিতে উদ্ভিদ সংনিরোধ আইন-২০১১ এবং প্রাণি ও প্রাণিজাত পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশ পশু ও পশুজাত পণ্য সংনিরোধ আইন-২০০৫, মৎস ও মৎসজাত পণ্য আমদানির ক্ষেত্রে মৎস সংনিরোধ আইন-২০১৮ এর বিধানাবলি প্রযোজ্য হওয়ার বিধান রয়েছে। পণ্য চালানটি খালাশে পশু ও পশুজাত পণ্য সংনিরোধ আইন-২০০৫ ও মৎস সংনিরোধ আইন-২০১৮ এর বিধান (শর্ত) প্রতিপালন না হওয়ায় চালানটি সাময়িক জব্দ করা হয়েছে।

ওই চিঠিতে আরও জানানা হয়, বাংলাদেশ পশু ও পশুজাত পণ্য সংনিরোধ আইন-২০০৫ অনুযায়ী সার্টিফিকেটের প্রয়োজন আছে কি না সে বিষয়ে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শার্শা উপজেলা প্রাণি ও প্রাণি সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ জানান, বাংলাদেশ প্রাণি ও প্রাণিজাত সম্পদ আইন-২০০৫ অনুযায়ী গরু বা মহিষের চামড়া কোনো দেশ থেকে আমদানি করতে হলে কোরেন্টাইন বা প্রাণী বা প্রাণী সম্পদ সম্পদ অধিদফতর হতে ব্যাংক থেকে ঋণপত্র খোলার পূর্বে অনুমতি সার্টিফিকেট নিতে হবে। কোরেন্টাইনের সার্টিফিকেট ব্যতিত এ ধরনের পণ্য আমদানি করা সম্পূর্ণ নিষিদ্ধ।

তিনি আরও জানান, এই ধরনের কাঁচা চামড়া হতে অ্যানথ্রাক্স রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে। এজন্য এ ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে পূর্বে অনুমতি নিতে হয়।

সারাবাংলা/এসকেএনইউ/এনএস

টপ নিউজ বেনাপোল মহিষের চামড়া জব্দ

বিজ্ঞাপন

অভিনয়ে ফিরলেন জনি ডেপ
১৫ এপ্রিল ২০২৫ ১৭:২২

আরো

সম্পর্কিত খবর