গাজীপুর: মহানগরীর পূবাইলে পর্যটনের বিকাশ ও পর্যটকদের সেবা নিশ্চিতে সকল রিসোর্ট কর্মকর্তাদের সঙ্গে গাজীপুর ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পর্যটকদের সঙ্গে ভালো আচরণ ও নিরবিচ্ছিন্ন সেবার মানের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন পূবাইল রিসোর্ট ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূবাইল রিসোর্ট ক্লাবের অপারেশন ম্যানেজার ফয়েজ বিন হাকিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের পুলিশ সুপার মো. নাইমুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার মোমেনা আকতার, পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান, গাজীপুর ট্যুরিস্ট পুলিশের প্রধান মো. গোলাম কিবরিয়া ও পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসেনসহ আরও অনেকে।
পুলিশ সুপার নাইমুল হক বলেন, পর্যটন খাত থেকে বাংলাদেশ আগামীতে জাতীয় আয়ের ১০ শতাংশ অর্জন করবে। এই লক্ষকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ট্যুরিস্ট পুলিশ গঠন করেন। দেশের প্রতিটি পর্যটন কেন্দ্রে ট্যুরিস্ট পুলিশ দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। গাজীপুরেও পর্যটন শিল্পের সম্ভাবনাময় অঞ্চল। এ জন্য পর্যটকদের সঙ্গে সবসময় ভালো আচরণ ও নিরবিচ্ছিন্ন সেবার মানের ব্যাপারে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, এজন্য সকলের সমন্বয়ে নিরাপদ পর্যটন নগরী তৈরির ক্ষেত্রে পর্যটন কর্মী ও ট্যুরিস্ট পুলিশের একযোগে কাজ করে যেতে হবে। তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে পর্যটন শিল্প বিকাশের ক্ষেত্রে উজ্জল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনার জের ধরেই ট্যুরিস্ট পুলিশ দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে।
মতবিনিময় সভায় রিসোর্ট কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন— সাগর চন্দ্র দে, মো. রাসেল মিঝি, ছুটি রিসোর্টের মো. আবুল কালাম, কার্লভ রিসোর্টের শেখ ফাহিম রহমান, অরন্যবাস রিসোর্টের মো. আশিক মাহমুদ, নীড় রিসোর্টের সুমন পিউরিফিকেশন, শাহাজাহান আলী, আমীর হোসেন, হাসনা হেনা রিসোর্টের মো. মূসা ও মেঘলা রিসোর্টের মো.রুবেল হোসেন প্রমুখ।