১১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২
২৯ ডিসেম্বর ২০২৩ ১৪:২৩
নওগাঁ: জেলার বদলগাছি উপজেলার থুপশহর এলাকা থেকে বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদককারীকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার গোপালপুর গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে টিটু হোসেন (২৬) এবং কোলার পালশা গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে ইমদাদুল হক (৪৬)।
র্যাব জানায়, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিকের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার থুপশহর এলাকা থেকে ১ হাজার ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ টিটু হোসেন ও ইমদাদুল হককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার টিটু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার সহযোগী হিসেবে কাজ করতেন এমদাদুল। আসামিদের বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
সারাবাংলা/এআরপি/এনএস