Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়ালের সাথে চুক্তি নবায়ন করলেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৩ ১৯:১১

বছরজুড়েই গুঞ্জন ছিল, রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। তবে শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্যি হচ্ছে না। রিয়ালের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন তিনি। আগামী ২০২৬ সাল পর্যন্ত তাই স্প্যানিশ ক্লাবেই থাকছেন আনচেলত্তি।

৬৪ বছর বয়সী আনচেলত্তি প্রথম মেয়াদে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়ালের দায়িত্বে ছিলেন। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে যোগ দিয়েছিলেন রিয়ালে।  ক্লাবে এসেই দলকে জিতিয়েছিলেন লিগ ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ২০২৪ সালের জুনে শেষ হচ্ছে তার বর্তমান চুক্তি। গত কয়েক মাস ধরেই সংবাদমাধ্যমে গুঞ্জন উঠেছিল, রিয়ালের সাথে চুক্তির মেয়াদ আর বাড়াবেন না তিনি। রিয়ালের পর যোগ দেবেন ব্রাজিলে, দলকে বিশ্বকাপ জেতানোর জন্যই যাবেন সেখানে।

বিজ্ঞাপন

কিন্তু ব্রাজিল সমর্থকদের হতাশায় ডুবিয়ে রিয়াল কর্তৃপক্ষ আজ নিশ্চিত করেছে, চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়াচ্ছেন আনচেলত্তি, ‘রিয়াল ও আনচেলত্তি আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। রিয়ালের হয়ে পাঁচ মৌসুমে তিনি দশটি ট্রফি জিতেছেন। একমাত্র কোচ হিসেবে তিনিই চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। এছাড়া একমাত্র কোচ হিসেবে ইউরোপের পাঁচটি বড় লিগও জেতার রেকর্ড আছে তার।’

আনচেলত্তির অধীনে এই মুহূর্তে লা লিগার শীর্ষে আছে রিয়াল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডেও।

সারাবাংলা/এফএম

আনচেলত্তি কোচ ব্রাজিল রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর