Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গাজী পরিবার রূপগঞ্জের মানুষের পাশে ছিল, আছে ও থাকবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৯

নারায়ণগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ‘নির্বাচনের প্রচারে নেমে রূপগঞ্জের মানুষের ভালোবাসা পাচ্ছি। আমার পরিবারের সবাই সবসময়ই রূপগঞ্জের মানুষের পাশে ছিল, আছে ও থাকবে। আমাকে যে যখন যেখানেই ডেকেছে আমি তার ডাকে সাড়া দিয়েছি। আমার মনে হয়, রূপগঞ্জের প্রতিটি জায়গা আমি যতটা চিনি, আর কেউ ততটা চেনে না।’

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার বরপায় গণসংযোগকালে এসব কথা বলেন গোলাম দস্তগীর গাজী।

তিনি বলেন, ‘নির্বাচনি প্রচারণায় নেমে আমি মানুষের পরিপূর্ণ ভালোবাসা পাচ্ছি। ২০০৫ সাল থেকে আমি ৪ দলের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, গুলি খেয়েছিলাম। ওয়ান ইলেভেনের সময় ২৭ দিন জেল খেটেছিলাম। নানা আন্দোলন-সংগ্রামে মানুষ আমাকে পেয়েছে তাদের সঙ্গে। রূপগঞ্জের জনগণ আমাকে চেনে। জনগণ আমাকে ভালোবাসে। জনগণের যেখানে অসুবিধা বোধ হয়েছে আমি সেখানে গিয়েছি। রূপগঞ্জের মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাকে যে যখন ডেকেছে, তখন তার ডাকে সারা দিয়েছি। আমার পরিবারের সকলেই মানুষের পাশে ছিলো।’

নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন প্রসঙ্গে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে আসবেন। তিনি এখানে এসে বক্তব্য রাখবেন। আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন যে, শেষ মিটিংটা তিনি ঢাকার পাশে নারায়ণগঞ্জেই করতে চান।’

তিনি বলেন, ‘নেত্রী এলে তাকে স্বাগত জানাতে অবশ্যই আমরা যাবো। তিনি যা বক্তব্য রাখবেন, যেই দিক নির্দেশনা দিবেন, আমরা তা শুনবো এবং পালন করবো। আমরা প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে সফল করতে সেখানে ব্যাপক ভাবে অংশগ্রহণ করতে মাঠেই থাকবো।’

এদিন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন গোলাম দস্তগীর গাজী।

সারাবাংলা/এসবি/এমও

গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর