Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে চাঁদা না পেয়ে মাদরাসা শিক্ষককে কুপিয়েছে সন্ত্রাসীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৩ ০০:০০

যশোর: যশোর শহরতলীতে চাঁদা না দেওয়ার অপরাধে আব্দুল মালেক (৫৫) নামে এক মাদরাসার শিক্ষকের দুই পা কুপিয়ে ও পিটিয়ে ভেঙে দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে আরবপুর ইউনিয়নের দীঘিরপাড়ে এ ঘটনা ঘটে। আহতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠিয়েছেন।

গুরুতর আহত আব্দুল মালেক উপশহর আলিম মাদরাসার শিক্ষক এবং আরাবপুরের আইডিয়াল সিটি মালিক সমিতির কোষাধ্যক্ষ।

শহরতলীর আরাবপুরে অবস্থিত হাউজিং ও প্লট ব্যবসা আইডিয়াল সিটি মালিক সমিতির সভাপতি মফিজুর রহমান বলেন, ‘এশার নামাজের পর আরবপুর দীঘিরপাড়া মসজিদের সামনে থেকে আব্দুল মালেক ধরে নিয়ে যায় স্থানীয় সন্ত্রাসী মামুনের নেতৃত্বে ৭/৮জন। এই সন্ত্রাসীরা আইডিয়াল সিটি মালিক সমিতির কাছে চাঁদা চেয়ে দাবি করে আসছে দীর্ঘদিন ধরে। এজন্য সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মালেক থানায় মামলা করেন। মামলা করার কারণে তাকে ধরে নিয়ে গিয়ে মারধর করে এবং দুই পায়ে কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসীরা।’

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, ‘তার দুই পায়ে একাধিকবার এলোপাথাড়িভাবে কোপানো হয়েছে। ফলে তার দুই পায়ে হাঁটুর নিচে থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।’

যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পাওয়া গেছে আরাবপুর লেল লাইনের পাশে নিয়ে তাকে কোপানো হয়েছে। পা বিচ্ছিন্ন হয়নি, তবে অবস্থা গুরুতর। এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের ধরার জন্য পুলিশের অভিযান শুরু করেছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

মাদরাসা শিক্ষক যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর