Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছে গাজী ভাই: নাসিক মেয়র আইভী

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৩ ০০:০৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘রূপগঞ্জে গাজী ভাই ব্যাপক উন্নয়ন করেছেন। তারাবো পৌরসভার মেয়র হিসেবে হাছিনা গাজীও অনেক উন্নয়নমূলক কাজ করেছেন।’

শনিবার (২৯ ডিসেম্বর) বিকেলে গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) বাড়িতে যান নাসিক মেয়র আইভী। এসময় তিনি গোলাম দস্তগীর গাজীর স্ত্রী ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজীর সাথে কুশল বিনিময় করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র আইভী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। যার প্রভাব শুধু নারায়ণগঞ্জই না, পুরো দেশে পড়ছে। রূপগঞ্জের উন্নয়নে সরকার ছাড়াও গাজী ভাইয়ের নিজস্ব অবদান আছে। এমনকি তারাবো পৌরসভায় ভাবি (হাছিনা গাজী) অনেক কাজ করেছেন।’

তিনি বলেন, ‘যারা উন্নয়নের জন্য কাজ করে তাদের ক্যাম্প পোড়ানো নিন্দনীয় বিষয়। যারা এমন কাজ করেছে, কেন করেছে তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত। আমি প্রশাসনের কাছে দাবি করি, কারা এখানের পরিবেশ উত্তপ্ত করতে চাচ্ছে তা বের করুন।’

এসময় নির্বাচনি বিধি-নিষেধ থাকায় নৌকার প্রচারণায় যাওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান ডা. আইভী।

তিনি বলেন, ‘আমি কোনপ্রকার নির্বাচনি প্রচারণার জন্য আসি নাই। গাজী ভাইয়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক। তার স্ত্রী হাসিনা গাজী তারাবো পৌরসভার মেয়র, উনার সঙ্গেও আমার দীর্ঘদিনের ভালো সম্পর্ক। আজকে আমি পূর্বাচলে এসেছিলাম সিটি করপোরেশনের জন্য গাছ কিনতে। তখন আমি জানতে পারি যে, ভাবি অসুস্থ হয়েছেন। আর তাই গাছ ও ফুলের টব কিনে যাওয়া পথে ভাবলাম ভাবির সঙ্গে দেখা করে যাই।’

তিনি আরও বলেন, ‘গাজী ভাই ও ভাবিকে আমার আপন ভাই ও বোনের মতো দেখি। তাই উনাদের সঙ্গে আমার ভালো যোগাযোগ হয়ে থাকে। আজ ভাবির সঙ্গে দেখা হয়েছে, তবে গাজী ভাইয়ের সাথে দেখা হলো না। আমি নির্বাচনি প্রচারণায় না নামলেও শুভেচ্ছা বিনিময় করতেই পারি। এটা আমার ভাইয়ের বাড়ি, আসতেই পারি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এমও

আইভী গাজী ভাই নাসিক মেয়র রূপগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর