Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল সব স্টেশন চালু

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৩ ১১:২৪

ঢাকা: মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে রাজধানীর কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনে থামছে মেট্রো। এর মাধ্যমে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৬টি স্টেশনের সবগুলোই চালু হলো।

ডিটিএমসিএল সূত্রে জানা গেছে, বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। তবে আগামী ৬ জানুয়ারি থেকে এই রুটে রাত পর্যন্ত মেট্রোরেল চলতে পারে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

বিজ্ঞাপন

যানজট কমিয়ে মানুষের যাতায়াত সহজ করার লক্ষ্যে রাজধানী ঢাকাতে মেট্রোরেল নির্মানের উদ্যোগ নেয় সরকার। উড়াল- পাতাল মিলিয়ে মোট ৫টি প্রজেক্টে এই উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করা হয়। আর উদ্যোগের শুরু হয় এমআরটি লাইন-৬ এর হাত ধরে। এমআরটি লাইন-৬ এর আওতায় উত্তরা থেকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার রেলপথ নির্মানের কথা ছিল প্রাথমিক পরিকল্পনায়। পরে তা সংশোধন করে কমলাপুর পর্যন্ত টেনে নেওয়া হয়। ফলে পথের দূরত্ব দাঁড়ায় ২১ দশমিক ২৬ কিলোমিটারে।

আজ কারওয়ান বাজার ও শাহাবাগ স্টেশন চালু হওয়ার পর বাকি থাকবে শুধু কমলাপুর স্টেশন। ডিএমটিসিএল সূত্র বলছে, ২০২৫ সালের মধ্যে ওই অংশের কাজ শেষ হচ্ছে।

এর আগে, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার মেট্রোপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর দিন থেকে ওই পথে যাত্রী পরিবহন করছে মেট্রেরেল। এরপর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করা হয় চলতি বছরের ৪ নভেম্বর। এরপর থেকে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত যাত্রী পরিবহন করছে মেট্রোরেল। শুরুতে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দুটি স্টেশন চালু করা হলে ধীরে ধীরে সবগুলো চালু করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/ইআ

মেট্রোরেল

বিজ্ঞাপন

সাগরে লঘুচাপ, কমছে তাপমাত্রা
২৫ নভেম্বর ২০২৪ ১৩:৩৩

ঢামেকে অভিযানে ২১ দালাল আটক
২৫ নভেম্বর ২০২৪ ১৩:২০

আরো

সম্পর্কিত খবর