Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালত বর্জন কর্মসূচি পালন করছেন বিএনপিপন্থী আইনজীবীরা

স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৪ ১৩:১৯

ঢাকা: সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের পুন:প্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন ঢাকা আইনজীবী সমিতির বিএনপিপন্থী আইনজীবীরা।

সোমবার (১ জানুয়ারি) সকাল থেকে তারা এ কর্মসূচি পালন শুরু করেছেন। ঢাকার জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

বিজ্ঞাপন

বিএনপিপন্থী আইনজীবী হেলাল উদ্দিন জানান, আমরা শান্তিপূর্ণভাবে আদালত বর্জনের কর্মসূচি পালন করছি। কোনো কোনো এজলাসে উপস্থিত থাকলেও মামলার শুনানিতে আমরা অংশ নেব না।

এর আগে, রোববার ঢাকা আইনজীবী সমিতির হলরুমে বিএনপিপন্থী আইনজীবীদের এক সভায় সারা দেশের আদালত বর্জন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে।

সভায় বিএনপিপন্থী আইনজীবী নেতা আজিজুল ইসলাম খান বাচ্চুর সভাপতিত্বে ও ওমর ফারুক ফারুকীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকার বারের সাবেক সভাপতি মোহসীন মিয়া, ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম, হযরত আলীসহ প্রায় ২০০ আইনজীবী।

গত ২৭ ডিসেম্বর সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ১ থেকে ৭ জানুয়ারি সারা দেশের আদালত বর্জন কর্মসূচির ঘোষণা করেন।

সারাবাংলা/এএসকে/ইআ

আদালত বর্জন বিএনপিপন্থী আইনজীবী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর