Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা-৫ আসনে স্বতন্ত্র শেখ আকরামের প্রার্থিতা বহাল

স্টাফ করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৪ ১৫:২৭

ঢাকা: খুলনা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেনের প্রার্থিতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের আবেদনে সাড়া দেননি আপিল বিভাগ। এর ফলে আকরাম হোসেনের প্রার্থিতা ফেরত দিয়ে চেম্বার আদালতের আদেশ বহাল থাকছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শেখ আকরাম হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী এবিএম আলতাফ হোসেন।

খুলনার ফুলতলা উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেন। তবে ঋণ খেলাপির অভিযোগে খুলনার রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করেন। এরপর রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন তিনি।

পরে ইসির আপিল ট্রাইব্যুনাল শেখ আকরাম হোসেনের আবেদন নামঞ্জুর করে। এরপর তিনি হাইকোর্টে রিট করেন।

গত ২১ ডিসেম্বর হাইকোর্ট আকরাম হোসেনের রিট খারিজ করে দেন। এরপর তিনি আপিল বিভাগে আবেদন করলে চেম্বার আদালত তার প্রার্থিতা ফিরিয়ে দিয়ে তাকে প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। পরে শেখ আকরামের প্রার্থিতার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন।

আজ আপিল বিভাগ ইসির আবেদনে কোন সাড়া দেয়নি। এর ফলে প্রার্থিতা ফিরিয়ে দিতে চেম্বার আদালতের আদেশ বহাল থাকছে।

সারাবাংলা/কেআইএফ/এনএস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর