Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিজয়ী হলে নির্বাচনি এলাকাকে স্মার্ট করব’

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৪ ১৯:৩৩

চট্টগ্রাম ব্যুরো: ৭ জানুয়ারির নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করলে চট্টগ্রাম-৯ আসনকে স্মার্ট এলাকায় পরিণত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার (৩ জানুয়ারি) নগরীর ওয়াসার মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মিলনায়তনে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে নির্বাচনি নৌকা প্রতীকের পক্ষে নিয়োজিত পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

জনগণের অধিকার নিয়ে যারা ছিনিমনি খেলে তারা রাজনৈতিক অপশক্তি মন্তব্য করে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘যারা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে তারা দেশপ্রেমিক নয়। তারা জনগণের অধিকারের কথা বলে সে অধিকারগুলোই হরণ করে থাকে। এ ধরনের রাজনীতিকরা অবাঞ্চিত অপশক্তি। এদের সংস্পর্শ থেকে ভালো মানুষদের দূরে থাকা উচিত।’

তিনি আরও বলেন, ‘ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া একটি ঈমানি দায়িত্ব। এ দায়িত্ব পালনে যদি কেউ বাধা দেয় তাকে কঠোর দণ্ড ভোগ করতে হবে। ভোটাররা আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে আমি আমার এ নির্বাচনি এলাকাকে স্মার্ট এলাকায় পরিণত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করে যাব।’

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক জালাল উদ্দিন ইকবাল, নির্বাহী সদস্য আহমদ ইলিয়াছ, সিনিয়র ক্লাবের সাবেক সভাপতি সেলিম আকতার চৌধুরী ও এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এনএস

মহিবুল হাসান চৌধুরী নওফেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর