Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিচ নিয়ে আইসিসির দ্বিমুখী আচরণে ক্ষুব্ধ রোহিত

স্পোর্টস ডেস্ক
৫ জানুয়ারি ২০২৪ ১০:১৪

কেপটাউন টেস্টে ইতিহাস গড়া জয়ের নেতৃত্ব দিয়েছেন রোহিত

কেপটাউনে ক্রিকেট বিশ্ব গত রাতে দেখেছে অদ্ভুতুড়ে এক ম্যাচের সমাপ্তি। মাত্র দেড় দিনেই শেষ হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে। ৬৪২ বলেই এসেছে মাচের ফলাফল, যা ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্ট হিসাবে নতুন ইতিহাস গড়েছে। দেড় দিনেই দুই দল হারিয়েছে ৩৩ উইকেট। স্বভাবতই পিচ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কিছুটা আক্ষেপ নিয়েই বলছেন, শুধু ভারতের পিচ নিয়েই প্রশ্ন তোলে আইসিসি। পিচের রেটিংয়ের ক্ষেত্রে আইসিসির দ্বিমুখী আচরণ নিয়ে বিরক্তিও ঝরেছে রোহিতের কথায়।

    আরও পড়ুন- ইতিহাসের সংক্ষিপ্ত ১০ টেস্ট 

কেপটাউনে টেস্টের প্রথম দিনে পড়েছিল ২৩ উইকেট। দ্বিতীয় দিনে পড়ে আরও ১০ উইকেট। বোলারদের দাপটে দুই দলের ব্যাটাররাই নাকানিচুবানি খেয়েছেন। এই পিচ নিয়ে তাই প্রশ্নও উঠেছে অনেক। অনেকেই বলেছেন, এমন পিচে টেস্ট ম্যাচ আয়োজন করা উচিত হয়নি।

রোহিত অবশ্য এমন পিচে খেলাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পছন্দ করেন, ‘এই ম্যাচের পিচ নিয়ে অনেক কথা হচ্ছে।ব্যক্তিগতভাবে এমন পিচে খেলতে আমার কোনও সমস্যা নেই। সেটা অবশ্যই যতক্ষণ সবাই ভারতের পিচ নিয়ে মুখ বন্ধ রাখে ও ভারতের পিচ নিয়ে বেশি কথা না বলে। টেস্ট ক্রিকেটে আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য মাঠে নামি। হা এরকম পিচ একটু ভয়ঙ্কর কিন্তু চ্যালেঞ্জও আছে। তাই কেউ যখন ভারতে খেলতে আসে তখনও সেটা চ্যালেঞ্জিং। আমরা টেস্টে তো এজন্যই খেলতে নামি।’

আরও পড়ুন- ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্টে ভারতের জয়

ভারতের স্পিনিং পিচ নিয়ে অতিরিক্ত সমালোচনা ও ডিমেরিট পয়েন্ট পাওয়া নিয়েও নিজের ক্ষোভ ঝেড়েছেন রোহিত, ‘আমাদের উচিত সব জায়গায় নিরপেক্ষ থাকা। বিশেষ করে ম্যাচ রেফারিদের। আমি এখনো বিশ্বাস করতে পারিনা বিশ্বকাপের ফাইনালের পিচকে সাধারণ মানের ঘোষণা করা হয়েছিল! একজন সেখানে সেঞ্চুরি পেয়েছে, সেই পিচ কীভাবে সাধারণ মানের হতে পারে? ম্যাচ রেফারিদের উচিত কোন দেশের পিচ সেটার দিকে না তাকিয়ে পিচ আসলে কেমন সেটায় নজর দেওয়া। তাদের চোখ-কান খোলা রাখা উচিত। আমার এমন পিচে খেলতে কোন অসুবিধা নেই। ভারতের মাটিতে খেলতে এসে অনেকেই বলে প্রথম দিনেই বল ঘুরছে, অনেক ধুলো উড়ছে পিচে, অনেক ক্র্যাক! পিচ কীভাবে রেটিং করা হয় আমি জানিনা, জানার ইচ্ছা আছে।’

সারাবাংলা/এফএম

আইসিসি দক্ষিণ আফ্রিকা পিচ ভারত রোহিত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর