Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে গভীর রাতে ৪ ভোটকেন্দ্রে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৪ ১১:৫৭

রাজশাহী: রাজশাহীর তিনটি উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চারটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া একটি ভোটকেন্দ্র থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে এই আগুনের ঘটনা ঘটে। এর মধ্যে বাঘা উপজেলায় দুটি ভোটকেন্দ্র, মোহনপুরে একটি ও বাগমারার একটি। তবে বাগমারার ওই ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

স্কুল চারটি হলো— বাঘা উপজেলার জুতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়ানী ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহনপুরের মতিহার উচ্চ বিদ্যালয় এবং বাগমারার আক্কেলপুর উচ্চ বিদ্যালয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল হক। তিনি জানান, বাঘার দুটি মোহনপুর ও বাগমারার একটি করে ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাঘার ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ আলী বলেন, ‘বিদ্যালয়টি স্থানীয় ও জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ভোটকেন্দ্রটি পরিষ্কার করে সাজিয়ে রাখা হয়েছে। রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিস কক্ষের ১৫টি চেয়ার, টেবিল, আলমারিসহ আসবাবপত্র পুড়ে গেছে। তবে ধারণা করছি অফিসের পেছনের জানালার ফাঁক দিয়ে কোন দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে দিয়েছে। বিষয়টি থানায় অবগত করা হয়েছে। এছাড়াও বাঘার জুতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কক্ষে আগুন দেওয়া হয়েছে।’

বাগমারার গনিপুর ইউনিয়নে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত একটি বিদ্যালয়ের অফিসকক্ষে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে জানালার কাঁচ ভেঙে কক্ষের কিছু আসবাব ও বইপত্র পুড়ে গেছে।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত ২টার পর ঘটনাটি ঘটেছে। বিকট শব্দ ককটেল বিস্ফোরণ হয়েছে। শুনে লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় বিদ্যালয়ের ফটকে দুটি ককটেলজাতীয় বস্তু ফেলে যায়। স্থানীয়রা জাতীয় জরুরি সেবায় কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ সেখান থেকে দুর্বৃত্তের ফেলে যাওয়া একটি মানিব্যাগ উদ্ধার করে এবং ককটেলসদৃশ বস্তু দুইটি ঘিরে রাখে।’

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, বিদ্যালয়ের জানালার কাঁচ ভেঙে গেছে। আইপিএসের ব্যাটারির ক্ষতি হয় এবং বইপুস্তক পুড়ে যায়। বিদ্যালয়ের ফটক থেকে উদ্ধার করা ককটেলসদৃশ বস্তু দুটি নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল হক বলেন, এই ঘটনাগুলোর তদন্ত শুরু করা হয়েছে। কোন স্কুলে কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আর যারা ভোটকেন্দ্রে আগুন দিয়েছে তাদের আটকের চেষ্টা চলছে।

সারাবাংলা/এমই/এনএস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটকেন্দ্রে আগুন রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর