Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটকেন্দ্রে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর নির্দেশ ইসির

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৪ ২১:৪৬

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে ভোটের দিন ভোটকেন্দ্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ভবনের নিরাপত্তা জোরদার ও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (৫ জানুয়ারি) নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা চিঠিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্য স্থাপনায় মোট ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে সে সব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, সম্পাদক বা কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের মালিকপক্ষের সঙ্গে সভা করে বা যোগাযোগের মাধ্যমে অথবা দায়িত্ব দিয়ে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নজরদারি বাড়াতে হবে।

বিষয়টি নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত অনুসারে সব কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে চিঠিতে অনুরোধও জানানো হয়েছে।

সারাবাংলা/জিএস/এমও

ইসি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নজরদারি বাড়ানো ভোটকেন্দ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর