Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণ যাকে খুশি ভোট দিক, কিন্তু নির্বাচন যেন সুষ্ঠু হয়’

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৪ ০৯:৩৪

ঢাকা: নৌকা মার্কার জয়লাভ হবে আশা করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। জনগণ যাকে খুশি ভোট দিক কিন্তু নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয় সেটাই আমরা চাই। আমরা জনগণের সবরকম সহযোগিতা চাই।’

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী দেশি-বিদেশি সাংবাদিকদের সামনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং গণমাধ্যমের সামনে কথা বলেন।

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, ‘আলহামদুলিল্লাহ, আজকে ইলেকশনটা যে সুষ্ঠুভাবে করতে পারছি সেজন্য আমি আমার দেশের মানুষের প্রতি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ অনেক বাধা ছিল। অনেক বিপত্তি ছিল। কিন্তু দেশের মানুষ তারা কিন্তু তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে এবং নির্বাচনটা একান্তভাবে জরুরি।’

‘কারণ পাঁচ বছর শেষ করার পর যে নতুন সরকার আসবে জনগণ তার ইচ্ছামতো ভোট দেবে। আর সেই ভোট দেওয়ার পরিবেশটা আমরা তৈরি করতে পেরেছি। যদিও এখানে বিএনপি এবং জামায়াত জোটরা জ্বালাও-পোড়াওয়ের অনেক ঘটনা ঘটিয়েছে। গতকালকও দেখেছেন এবং তার আগেও দেখেছেন’, বলেন শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘ট্রেনে আগুন দেয়া, মানুষকে বাধা দেওয়া, বোমা হামলা, ককটেল হামলা; যারা এই সমস্ত জঘন্য কাজগুলি করেছে। আমি এইটুকু বলব তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তাদের দেশপ্রেম নাই। তারা মানুষের কল্যাণ চায় না। তারা গণতান্ত্রিক ধারা চায় না।’

বাংলাদেশ আজ ২০০৯ সাল থেকে গণতান্ত্রিক ধারাটা আছে বলেই দেশের উন্নতি হয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের সামনে আরও কাজ আছে। সেটুকু আমরা সম্পূর্ণ করতে চাই। আমি আশা করি যে, নৌকা মার্কার জয়লাভ হবে। আবার আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে বাংলাদেশ যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। এই বিশ্বাস আমাদের আছে। জনগণের উপর বিশ্বাস আছে।’

বিজ্ঞাপন

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি আবারও বলবো সকলে ভোটকেন্দ্রে আসবেন এবং আপনার ভোটটা অত্যন্ত মূল্যবান ভোট। এই ভোটের অধিকারের জন্য অনেক সংগ্রাম করেছি, অনেক জেল-জুলুম অত্যাচার বোমা-গ্রেনেড; অনেক কিছু আমাকে মোকাবিলা করতে হয়েছে। কিন্তু মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিতে পেরেছি। আজকে জনগণের সেই ভোটের অধিকার পেয়েছে।’

সরকারপ্রধান শেখ হাসিনা গণমাধ্যমসহ ভোটগ্রহণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদও জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা ও তার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক।

সারাবাংলা/এনআর/এমও

নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর